1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান পঞ্চগড়ে বর্তমান কদর বেড়েছে মসলা দ্রব্য তেজপাতার তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন  আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না : ভোলায় মেজর (অব.) হাফিজউদ্দিন ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল : মামুনুল হক ভোলাহাটে ক্যারেলা সিমগাছ  কর্তন, ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি,  থানায় অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৭১.৮১ শতাংশ পরীক্ষার্থীর অংশ গ্রহণ রূপসায় জামায়াতে ইসলামীর যুববিভাগের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  যুবদল কালপুর ১ ন! ওয়ার্ড শাখার আয়োজনে মত বিনিময় সভা

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে দোকানে হামলা খদ্দেরকে মারধর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………..

নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে দোকানঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নেশাগ্রস্থ এক যুবকের বিরুদ্ধে। এসময় ওই দোকানে পান কেনার অভিযোগে মারধরের শিকার হন আইনজীবীর সহকারী বেলাল হোসেন (৫০)। তিনি মান্দা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বুড়িদহ বাজারে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত যুবক দীপংকর কুমার চৌধুরীর (৩০) বিরুদ্ধে আজ শুক্রবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

 

অভিযুক্ত দীপংকর চৌধুরী বুড়িদহ বাজারের রনজিৎ চৌধুরীর ছেলে। ২০১৮ সালের ১০ জানুয়ারি ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করে রাজশাহীর তানোর থানা পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন। মামলাটি রাজশাহী আদালতে বিচারাধীন আছে।

 

ভুক্তভোগী ব্যবসায়ী সানোয়ার হোসেন জানান, বেশকিছু দিন ধরে দীপংকর চৌধুরী আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমার দোকানের সামনে এসে খদ্দেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি দেখাতে থাকে। এসময় দীপংকর নেশাগ্রস্থ অবস্থায় ছিল।

 

ব্যবসাীয় সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘দীপংকরের হুমকি ধামকির কারণে আগত খদ্দেররা মালামাল না কিনে চলে যান। রাত ১০টার দিকে আইনজীবীর সহকারী বেলাল হোসেন প্রসাদপুর থেকে মোটরসাইকেলে বুড়িদহ বাজারে এসে আমার দোকানে পান খেতে আসেন। এসময় পান কেনার অভিযোগে বেলাল হোসেনের ওপর হামলা চালিয়ে মারধর করেন দীপংকর চৌধুরী।

 

বুড়িদহ বাজারের ব্যবসায়ী আহাদ আলীসহ আরও অনেকে বলেন, হঠাৎ করেই বেলাল হোসেনের ওপর হামলা চালিয়ে মারধর করেন দীপংকর চৌধুরী। পরে তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করান স্থানীয় লোকজন।

 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট