বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলাতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নওগাঁর পত্নীতলার উপজেলায় আজ বৃহস্পতিবার (২৪ জুলাইে)২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম পাটিচড়া গ্রামের রহমান সোনারের ছেলে স্বাধীন (২৬) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে ও ৪ জন আহত হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে স্বাধীন মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিচাষ করছিল বৃষ্টি শুরু হলে স্বাধীন এবং মাঠে থাকা আরো ৪ জন অদূরে আমবাগানের পাশে ডিপের ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে তারা আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে আমি শুনিয়েছি।#