মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ আত্রাইয়ে সাপে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে।নওগাঁর আত্রাইয়ে গতকাল শনিবার ২৩আগষ্ট দিবাগত রাত আনুমানিক দুইটাই আত্রাই উপজেলার মোল্লাপাড়া গ্রামে কালাচ/কাল কেউটে প্রজাতির বিষধর সাপের কামড়ে রাশেদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় জনসাধারণের মুখে জানতে পারা যায় মৃত্যুর আগ মহর্ত স্থানীয় কবিরাজদের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়েছেন,প্রচুর সময় নষ্ট করে পরবর্তীতে বিভাগীয় হাসপাতালের দিকে রওনা হলে পথিমধ্যে রোগী নিস্তেজ হয়ে পড়লে পুনরায় বাসায় নিয়ে আসা হয়। এরপর সকালে আরও একজন কবিরাজ বলেন জীবন আছে তিনি ,ট্রিটমেন্ট করবেন, প্রায় ঘন্টা খানেক টিটমেন্ট করার পর কবিরাজ মৃত্যু নিশ্চিত করেন।#