# ফিরোজ হোসেন, আত্রাই প্রতিনিধি……………………………………………..
নওগাঁর আত্রাইয়ে অপহরনের ২ মাসের মাথায় অপহারনকারীসহ অপহৃতাকে উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। বিজ্ঞ আদালত অপহৃতাকে তার মায়ের জিম্মায় দিয়ে অপহরনকারীকে জেল হাজতে পাঠিয়েছেন। অপহরনকারীরা হলো উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে ফায়সাল আহম্মেদ ও মেয়ে যুথী আক্তার।
মামলা সূত্রে , গত বছরের ৮ নভেম্বর তারিখে অপহৃতা প্রাইভেট পড়ার জন্য বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনা।অনেক খোজা খুজির এক পর্যায়ে পরিবারের লোকজন জানতে পারে যে উক্ত আসামী দ্বয় তাকে অপহরন করেছেন। বাদীরা আসামীর পরিবারকে চাপ দিলে মেয়েকে ফেরত দিতে চেয়ে ফেরত না দিয়ে গোপন স্থানে রেখে দেন। এতে গত বছরের ২ ডিসেম্বর অপহৃতার মা আকলিমা বিবি সাবানা(৫৫) বাদী হয়ে আত্রাই থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোশারফ হোসেন জানান, অভিযোগ অনুযায়ী তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। ৪ জানুয়ারী ডিএমপির তুরাগ থানাধীন ফুলবাড়িয়া মহল্লার চারতলা বাসা থেকে আসামীসহ অপহৃতাকে আটক করে।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগের আলোকে আসামীদ্বয়কে আটক করা হয়। বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে পাঠিয়ে অপহৃতাকে মায়ের জিম্মায় দিয়ে দিয়েছেন। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানতে পেরেছে পুলিশ।#