# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায়। উপজেলা যুবলীগের আহ্বায়ক ডা. আসাদুজ্জামান আকন্দ সাগর ও আওামীলীগের সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক আঃ হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই ) রাতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর আসাদুজ্জামান আকন্দ সাগর ও আ: হান্নানকে ময়মনসিংহ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। ডা.আসাদুজ্জামান আকন্দ সাগর থানা সংলগ্ন এলাকার আব্দুল মান্নান আকন্দের ছেলে। প্রভাষক- আব্দুল হান্নান – নূর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫জুলাই) গভীর রাতে থানা এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
এ বিষয় ধোবাউড়্ ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আল মামুন সরকার জানান ২০২৪ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেপ্তারপূর্বক বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।#