
# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তারাইকান্দি উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও অভিভাবকরা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজের গুণগতমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে ভবনের সৌন্দর্য স্থায়িত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। সরেজমিনে নতুন ভবনের নির্মাণ কাজ দেখতে গেলে স্থানীয়রা বিভিন্ন সমস্যা গুলো ঘুরে দেখান ডালাই ভীমে লোহার সিডের পরিবর্তে কাটের পাতলা তকতার ব্যবহার করায় ভীম বাকা ধারণ করেছে, ইটের রাবিস মিশ্রিত সুরকীর ব্যবহার, ডালায়ে ছড়ার বালির সাথে সাদা বালুর ব্যবহার, নরমাল ইটের ব্যবহার, ডালায় গুলানোর নষ্ট হুবারের ব্যবহার করায় চারতলা ভবনের টেকসই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২১-২২ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে প্রথমে হালুয়াঘাট ঠিকাদারী প্রতিষ্ঠান এম এস কনিকা ট্রডাস এ- কাজটি পায় উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের কাজটি পেলেও পরে কামাল হোসেন নামে এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছেন। ঠিকাদার কামাল হোসেন ওই কাজটি করে যাচ্ছেন। অথচ ঠিকাদারের নাম জানেননা স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত ঠিকাদার কামাল হোসেন জানান, কাজটি অন্য টিকাদার পেয়ে ছিল। তার কাছ থেকে নিয়ে কাজ করছি। অনিয়মের বিষয়টি সাব- স্টেশান ইঞ্জিনিয়ার এর কাছে জানার জন্য বলেন।
সাব-স্টেশান ইঞ্জিনিয়ার মো: তারেক এর কাছে জনতে চাওয়া হলে তিনি জানান, প্রধান শিক্ষক বালি সরবারাহ করছে। ভীম ডালায়ে সাদা বালু ব্যবহার করার অনুমতি আছে। তিনি আরো বলেন, সন্ধ্যায় ডালায় দেওয়াই ভীম সামান্য সমস্যা হয়ে ছিল মেরামত করা হয়েছে। প্রধান শিক্ষক আব্দু ছাত্তার বলেন, লাল বালু জামালপুর থেকে আনা হয়েছে। সাদা বালু ময়মনসিংহ থেকে সংগ্রহ করছে। সার্বক্ষনিক কাজ তদারকি করছি। নির্মাণ কাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও, জানানোর মত কোন স্থান নেই বলে জানান অনেকেই। কাছে যারা থাকে কাজের পক্ষে সাফাই করেছ নিয়মিত।
একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু দায়িত্বপ্রাপ্তরা যদি অনিয়ম করে তাহলে তো অভিযোগ করেও কোন প্রতিকার হবেনা। শিক্ষকরা জানিয়েছেন, চারতলা ভবনের ফাউন্ডেশান শক্ত না হলে টিকবে কিভাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উজ্জ্বল হোসেন বলেন, বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে ঠিকাদার কাজটি করছেন। তাদের সাথে যোগাযোগ করে জানাতে পারব।#