
# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী ও এলাকাবাসী। বুধবার দুপুরে দিকে উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকার সর্বস্তরের মানুষ এ সংবাদ সম্মেলনে অংশ নেন।
অভিযোগকারী আ: হামিদ জানান, গোয়াতলা মৌজায় বিএস দাগ- ৭১৯১ – ৯৬৪ নং খতিয়ানে হাজেরা খাতুন ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে ভাসুরকে পিতা সাজিয়ে তার কন্যা আয়েশা খাতুনের নামে ২০২৫ সালে হেবা ৩৮৯৬ নং দলিলে ১৩শতাংশ ভূমি রেজিষ্ট্রি করে দেন।
স্থানীয় আলামিন ও বিল্লাল হোসেন জানান, হাজেরা খাতুন ভাসুরকে পিতা বানিয়ে কিভাবে তার মেয়েকে জমি রেজিষ্ট্রি করে দিল এমন প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, দলিল লেখকদের যোগসাজস্বে এমন অপরাধ ঘটছে। এদের মাধ্যমে সাধারন মানুষ হয়রানীর স্বীকার। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিচারের দাবী করেন।
এ বিষয়ে অভিযুক্ত হাজেরা খাতুন এলাকায় না থাকায় যোগাযোগ কারা সম্ভব হয়নী।#