1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
আমেরিকান প্রবাসীর উদ্যোগে বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ-বিতরণ খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় ‎ আমেরিকান প্রবাসীর উদ্যোগে বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ-বিতরণ পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁর গৃহবধূর উপর নির্যাতন ও প্রতারণার অভিযোগ এস, আই আবু সাইদের বিরুদ্ধে শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচে উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন উপজেলা বিএনপি তানোরের হরিপুর স্কুল আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, মুখ থুবড়ে পড়েছে পাঠদান   নওগাঁর আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ,নিহত ১ আহত ১

দাবি শুধু একটাই বাকেরগঞ্জ জেলা চাই!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি……………………………………

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন পক্ষ থেকে বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি। আজ শুক্রবার দুপুর ১২ টায় বাকেরগঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে বরিশাল-পটুয়াখালি মহা সড়কে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, গর্বের বাকেরগঞ্জের সভাপতি সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহন এবং পরিচালনা করেন গর্বের বাকেরগঞ্জের বাকেরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস এবং সদস্য সচিব সজল মাহমুদ।

মোজাম্মেল হোসেন বলেন, বিগত ৩১ বছর অনেক ছলচাতুরী করেছেন। অবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফেরত দিন। কি কারণে প্রায় ২০০ বছরের একটা জেলা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি ভাবে চুরি করে নিলেন, তাঁর জবাবদিহি করুণ। তিনি আরও বলেন, মহান স্বাধীনতা এবং ভাষা আন্দোলনে বাকেরগঞ্জের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ স্বাধীন বাংলাদেশে বাকেরগঞ্জের মানুষ অবহেলিত । আমরা এর অবসান চাই, অনতিবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফেরত চাই। আমরা রাজপথে নেমেছি, আমাদের জেলা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি, গুষ্টি, দল বা দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে নয়।

এসময়ে তিনি আগামী ১৭ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধনের ঘোষণা দেন। এসময় আরও বক্তব্য রাখেন, গর্বের বাকেরগঞ্জের জ্যেষ্ঠ সহ সভাপতি আলাউদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাসান, গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, গর্বের বাকেরগঞ্জের বাকেরগঞ্জ উপজেলা শাখার কো-সমন্বয়ক মাহবুব আকন, বিশিষ্ট সমাজসেবক খান সুমন। মানববন্ধনে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জের সহ সভাপতি বাবুল হাওলাদার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুল আরেফিন, দফতর সম্পাদক মঈনুল ইসলাম কবির, অর্থ সম্পাদক আব্দুল জলিল মৃধা, স্বাস্থ্য সম্পাদক রাকিব খান, কৃষি সম্পাদক বায়জিদ আলম, কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন কামাল, ফয়সাল হোসেন সিকদার, মিরাজ শিকদার, আতিকুর রহমান সাকিব, রাসেল মৃধা, গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নেহাল, সহ সভাপতি শাহীন মিরা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রহমান, গর্বের বাকেরগঞ্জ নারায়ণগঞ্জ জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি মনির হোসেন সহ গর্বের বাকেরগঞ্জের ১৪ ইউনিয়ন শাখা, পৌর শাখা, বাকেরগঞ্জ উপজেলা শাখা এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির নেতৃবৃন্দ সহ বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট