# শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি……………………………………
বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন পক্ষ থেকে বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি। আজ শুক্রবার দুপুর ১২ টায় বাকেরগঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে বরিশাল-পটুয়াখালি মহা সড়কে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, গর্বের বাকেরগঞ্জের সভাপতি সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহন এবং পরিচালনা করেন গর্বের বাকেরগঞ্জের বাকেরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস এবং সদস্য সচিব সজল মাহমুদ।
মোজাম্মেল হোসেন বলেন, বিগত ৩১ বছর অনেক ছলচাতুরী করেছেন। অবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফেরত দিন। কি কারণে প্রায় ২০০ বছরের একটা জেলা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি ভাবে চুরি করে নিলেন, তাঁর জবাবদিহি করুণ। তিনি আরও বলেন, মহান স্বাধীনতা এবং ভাষা আন্দোলনে বাকেরগঞ্জের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ স্বাধীন বাংলাদেশে বাকেরগঞ্জের মানুষ অবহেলিত । আমরা এর অবসান চাই, অনতিবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফেরত চাই। আমরা রাজপথে নেমেছি, আমাদের জেলা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি, গুষ্টি, দল বা দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে নয়।
এসময়ে তিনি আগামী ১৭ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধনের ঘোষণা দেন। এসময় আরও বক্তব্য রাখেন, গর্বের বাকেরগঞ্জের জ্যেষ্ঠ সহ সভাপতি আলাউদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাসান, গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, গর্বের বাকেরগঞ্জের বাকেরগঞ্জ উপজেলা শাখার কো-সমন্বয়ক মাহবুব আকন, বিশিষ্ট সমাজসেবক খান সুমন। মানববন্ধনে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জের সহ সভাপতি বাবুল হাওলাদার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুল আরেফিন, দফতর সম্পাদক মঈনুল ইসলাম কবির, অর্থ সম্পাদক আব্দুল জলিল মৃধা, স্বাস্থ্য সম্পাদক রাকিব খান, কৃষি সম্পাদক বায়জিদ আলম, কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন কামাল, ফয়সাল হোসেন সিকদার, মিরাজ শিকদার, আতিকুর রহমান সাকিব, রাসেল মৃধা, গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নেহাল, সহ সভাপতি শাহীন মিরা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রহমান, গর্বের বাকেরগঞ্জ নারায়ণগঞ্জ জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি মনির হোসেন সহ গর্বের বাকেরগঞ্জের ১৪ ইউনিয়ন শাখা, পৌর শাখা, বাকেরগঞ্জ উপজেলা শাখা এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির নেতৃবৃন্দ সহ বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।#