1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
যমুনা টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নরসিংদী সদর ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত আল মিম্বার ফাউন্ডেশনের আপ্যায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পতেঙ্গায় চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ২ হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ এর চির বিদায় সারিয়াকান্দিতে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা করেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বাঘায়  সাবেক চেয়ারম্যানের  সহধর্মিনীর দাফন সম্পন্ন তানোরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা রাজশাহী অঞ্চলে মাধ্যমিক শিক্ষার ২৪০ শিক্ষক-কর্মকর্তার মধ্যে ১৫৮ পদ শূন্য

তানোরে ভুয়া এনজিও’র খপ্পড়ে পড়ে অসংখ্য মানুষ সর্বশান্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর তানোরে দুটি ভুয়া এনজিও’র খপ্পড়ে পড়ে অসংখ্য সর্বশান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহমান ও একই ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর পলি বেগম। তারা পল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও ফেমাস বিজনেস ডেভেলপমেন্ট লিঃ (এফবিডিএল) নামের দুটি ভুয়া এনজিও’র খুলে চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সাধারণ মানুষকে উচ্চ সুদে দাদন (ঋণ) দিয়ে সর্বশান্ত করছে। কেউ কিস্তি দিতে না পারলেই তার নামে আদালতে ১০ গুন টাকার অংক বসিয়ে মামলা ঠুকে দিচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী ফরিদা বেগম বাদি হয়ে সাবেক কাউন্সিলর মশিউর রহমান ও পলি বেগমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, উক্ত বিবাদীগণের ফেমাস বিজনেজ ডেভেলপমেন্ট লিমিটেড (এফবিডিএল) নামে তানোর থানায় একটি এনজিও আছে। যার কোন সরকারী অনুমোদন নাই। উক্ত এনজিওতে আমি গত ১৭/০৮/২০২১ তারিখে রুপালী ব্যাংক তানোর শাখার হিসাব নং-১৪৭৪১, চেক নং-১৭১০৪৩৫ এর একটি ফাঁকা চেক জমা দিয়ে ৬৮,০০০/- (আটষট্টি হাজার) টাকা ঋণ গ্রহন করি। পরবর্তীতে গত ইং ২২/০৫/২০২২ তারিখে সুদসহ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পরিশোধ করি। কিন্তু উক্ত বিবাদীরা আমাকে টাকা পরিশোধের কোন রশিদ বা বহি প্রদান করে না। আমি পরিশোধিত বহি ফেরত চাইলে উক্ত বিবাদীরা আমাকে বহি ফেরত না দিয়ে সুদসহ আরো অনেক টাকা দাবি করে। আমি টাকা না দিলে আমার নামে ১১.০৩,৭৮০ (এগার লক্ষ তিন হাজার সাতশত আশি) টাকার বিজ্ঞ আদালতে একটি চেক ডিজঅনার মামলা করে। যার সি. আর মামলা নং-১০৪/২০২৫ (তানোর)।Open photo

গত ১৯/০৫/২০২৫ তারিখ দুপুর অনুমান ১:০০ টার সময় তানোর পৌরসভাধীন মথুরাপুর গ্রামস্থ ব্র্যাক অফিসের সামনে উক্ত বিবাদীরা আমাকে দেখতে পেয়ে আমার নিকট হতে ১১,০৩,৭৮০ (এগার লক্ষ তিন হাজার সাতশত আশি) টাকা চাই। আমি বিজ্ঞ আদালতে মামলার মাধ্যমে বুঝবো। তখন বিবাদীরা আমাকে বিভিন্ন রকম ভয়-ভীতি হুমকি প্রদর্শন করে। এরুপ অনেক ঘটনা এর আগে ঘটেছে। যাহার উদাহরন সরুপ তানোর গোল্লাপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রহিম এন্ড সন্স (ক্লথ স্টোর) এর স্বত্বাধিকারী মরহুম সাইফুল ইসলাম এই এনজিওর গ্যাড়াকলে পড়ে  স্ট্রোক করে মারা জান।পরবর্তীতে টাকার জন্য মরহুমের  লাশ দাফনে বাধা দেন। পরবর্তীতে টাকার বিনিময়ে সমাধান হয়।

Open photo

উক্ত বিষয়কে কেন্দ্র করে যে কোন সময় আইন শৃংখলা ও শান্তিভঙ্গের আশু সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বিষয়টি আমার পরিবারের লোকজনসহ গ্রামের স্থানীয় গন্যমান্য ব্যক্তি- বর্গদের অবহিত করে তাদের পরামর্শক্রমে এই লিখিত অভিযোগ দাখিল করিলাম।এবিষয়ে তানোর উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম হোসেন বলেন,অভিযোগের তদন্ত করা হয়েছে প্রতিবেদন জমা দেয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর মশিউর রহমান ও পলি বেগম তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ঋণ নিয়ে টাকা না দেবার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট