মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে ফার্মেসির আড়ালে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার(৫ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র্যাবের সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কালিগঞ্জ বাজারের মো. ময়েজ উদ্দিনের মালিকানাধীন ফার্মেসিতে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুত ও বিক্রির গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে ফার্মেসির ভেতর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. ময়েজ উদ্দিন (৭৩), পিতা-মৃত হাজী মেছের আলী ২. মো. খোকন (৩৫), পিতা-ময়েজ উদ্দিন ৩. মো. হাফিজুর রহমান (৩৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সাং-মাসিন্দা ৪. মো. ইসমাইল হোসেন (২৬), পিতা-মো. সাইদুর রহমান ৫. মো. ছারু খান (২৯), পিতা-মো. ওহাব আলী, সাং-রাইতান বড়শো।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে অবৈধভাবে ট্যাপেন্টাডল ও ফেনসিডিল সংগ্রহ করে তানোরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা দামে মাদক বিক্রি করে আসছিল। তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। অভিযান শেষে তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, দেশব্যাপী মাদক, অস্ত্র ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।#