 
																
								
                                    
									
                                 
							
							 
                    
# মোঃ মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি…………………………………..
সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে ও পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। আজ শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদের অডিটরিয়ামে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর ২০২৩) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সর্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
এ সময় পাঁচজন জয়িতাদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও একটি করে শাড়ি প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। #