
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মেলা, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিঞা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পল্লী চিকিৎসক এবং স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন এলাকার কৃষক ও খামারি।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। নীরোগ জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে শক্তিশালী প্রতিপাদ্যকে সামনে রেখে দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামারির দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন এলাকার খামারি, কৃষক, শিক্ষার্থী ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হবে। এর অংশ হিসেবে খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জানান, অংশগ্রহণকারীদের জন্য ট্রিশাট প্যাড, কলম ও দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।#