1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
মহাদেবপুরের  বিলছাড়া স্কুলে জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা তানোর বিল কুমারী বিলে অবৈধ  চায়না রিং জাল, দেশি মাছের অস্তিত্ব সংকটে গোদাগাড়ীর চর আশারিয়াদহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিদর্শনে ইউএনও ফয়সাল আহমেদ নানা সীমাবদ্ধতা পেরিয়ে এসএসসিতে চরের ৫ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন রাজশাহীর চরাঞ্চলের প্রত্যন্ত স্কুলের ব্যতিক্রমী সাফল্য রূপসায় অরবিন্দ মন্ডল বুলুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ডোবা নবারুন সংঘ আত্রাইয়ের বান্দাইখাড়া – ফতেপুর রাস্তায় চকবাজারে রাস্তার পাশে বৃক্ষরোপণ রাজশাহীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা রাবির আওয়ামী লীগপন্থী তিন কর্মকর্তা গ্রেপ্তার, ছাত্ররা তুলে দিল পুলিশের হাতে ফলো আপঃ বাঘায় নিয়োগ জালিয়াতি মামলায় সভাপতি-অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজন রিমান্ডে তানোরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন ইউএনও লিয়াকত সালমান

ঢাকার হাতিরঝিল রক্ষায় রাজশাহীতে সংহতি সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও ঢাকার পান্থকুঞ্জ হাতিরঝিল রক্ষায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ মে) মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি, রাজশাহীর ব্যানারে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা শহিদুল ইসলামের সভাপতিতেৃ এতে বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের জেলার সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক নাদিম সিনা প্রমুখ।

ঢাকার পান্থকুঞ্জ হাতিরঝিল রক্ষায় রাজশাহীতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকা শুক্রবার সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি, রাজশাহীর ব্যানারে এই সংহতি সমাবেশের ।

এসময় বক্ত্রা আরোও বলেন, বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীতে নির্বিচারে বৃক্ষহত্যা ও পুকুর হত্যার পাশাপাশি গ্রামাঞ্চলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। প্রতিনিয়ত পরিবেশ হত্যার মহোৎসব চললেও পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ে না। তাদের কাছে পুকুর ভরাট বা এ সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে গেলে খুব চমৎকার কথা বলে তারা আশ্বাস দেন ঠিকই, কিন্তু পরে আর পদক্ষেপ দেখা যায় না।

তারা বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু থেকেই দুর্নীতি, অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, যা পরিবেশগত সংকট এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান পরিবেশ, জলাধার কিংবা প্রাণবৈচিত্র্য সুরক্ষা নীতি ও আইন লঙ্ঘন করে এই প্রকল্পের মাধ্যমে হাতিরঝিলের জলাধার ভরাট করে এর শ্রেণি পরিবর্তন করা হয়েছে এবং পান্থকুঞ্জের প্রায় দুই হাজার গাছ কেটে ফেলা হয়েছে।

তারা বলেন,তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত নথি অনুযায়ী হাতিরঝিল ও পান্থকুঞ্জে নির্মাণকাজ পরিচালনা করার জন্য কোন পরিবেশ ছাড়পত্র নেই। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার রক্ষার আন্দোলনে সংহতি জানিয়েছে বহু মানুষ এবং সংগঠন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ তিনজন উপদেষ্টা সেখানে পরিদর্শন করে আলোচনার প্রতিশ্রুতি দিলেও এর পাঁচ মাস পেরিয়ে গেলেও হয়নি কোন আলোচনা, হয়নি কোন সমাধান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট