
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: ডাঃ শাহজাহান আকুনজ্ঞী তাওহিদি দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর মাদ্রাসার মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে ২২-০১-২৬ ইং তারিখে বিকালে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপজেলা জনাব এমডি সালমান মোল্লাহ। পরিচালক অত্র মাদ্রাসা।সুপার জনাব আল মাহমুদ কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ মোজাম্মেল হক,সহ সুপার অত্র মাদ্রাসা।সিনিয়র শিক্ষক মাওলানা আবু সাইদ এর সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ইমাম হোসেন,ও রহমত রাফি।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা নাজমুল হাসান, মাওঃ আব্দুল্লাহ আল মারুফ , মাওঃ গোলাম মোস্তফা, মাওঃ মোঃ মিজানুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মোঃ আলী আজগর, ইমদাদুল , মহিলা শিক্ষীকাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ মাছুমা খাতুন, নাজমুন নাহার, প্রমুখ ।অনুষ্ঠান শেষে ক্রীড়া ও প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#