মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে আইএফআইসি ব্যাংক। স্যোস্যাল কর্পোরেট রেসপনসেবলিটিজ (সিএএসআর) এর আওতায় ব্যাংকের ঠাকুরগাঁও শাখা ও উপ-শাখাগুলোর আয়োজন সম্প্রতি অসহায়, দরিদ্র,দুস্থ এবং শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখায় শতাধিক অসহায়, দরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং তামান্না এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোদাচ্ছের হোসেন, আইএফআইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ। সে সময় আইএফআইসি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও উপ-শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই কর্মসূচির ধারাবাহিকতায় ব্যাংকের সকল উপশাখায় শতাধিক করে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেখানে স্ব স্ব উপশাখা প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়াও আইএফআইসি ব্যাংকের আয়োজনে সম্প্রতি দুটি মাদ্রাসা ও এতিমখানায় আরো ৫ শতাধিকসহ মোট প্রায় এক হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখা ব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান জানান, মানুষ যেমন আন্তরিকভাবে আইএফআইসি ব্যাংকের পাশে আছে, তেমনি আমরাও অসহায় দুস্থ মানুষের পাশে আছি। আমাদের ব্যাংক শুধু আর্থিক কর্মকাণ্ডই পরিচালনা করে না, বরং সিএসআর এর আওতায় অসংখ্য অসহায়, দরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের পাশেও দাড়ায়। এরই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করা হয়েছে৷ এই ধরণের সামাজিক কর্মসূচি প্রতি বছরই করা হয় ব্যাংকের মাধ্যমে। এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই ব্যাংক কর্মকর্তা।#