ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী ঢোলকালি এলাকায় স্থানীয়রা একটি ভুট্টাক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
রুমা বেগম চেরাডাঙ্গী ঢোলকালি এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। মৃতার মা রোকেয়া বেগমের দাবি রুমাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রুমার স্বামী দেলোয়ারের সাথে এক জনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পেরে স্বামী দেলোয়ারকে ওই নারীর সাথে মোবাইলে কথা বলতে নিষেধ করে রুমা। কিন্তু দেলোয়ার তার কথা না মানলে এবিষয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। এরই জেরে স্ত্রী রুমাকে মারধর করতো দেলোয়ার। শুক্রবার (১৪মার্চ) রাতে এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরেন সকলেই। ভোরে মেয়ে দোলা আক্তার বিছানায় মাকে না পেলে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি অবগত করেন। সকালে অনেক খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে রুমার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পেলে পুলিকে খবর দেয় প্রতিবেশিরা ।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা সম্ভব হবে। এবিষয়ে তদন্ত চলছে, শিঘ্রই অপরাধিকে আইনের আওতায় আনা হবে।#