# নিজস্ব প্রতিবেদক………………………
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী এর আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ আগস্ট বিকেল ৪ টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর নিজস্ব মিলনায়তনে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার ২৩ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়।
এ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপূর্ত বিভাগ-১, রাজশাহী এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুস সালাম মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মো: হারুন অর রশিদ তাঁর বক্তব্যে জীবনে সফল হবার বিষয়ে উপস্থিত বিজয়ীদেরকে অনুপ্রেরণা দেয় এমন বিষয়ের অবতারণা করেন। তিনি বলেন- জীবনে বড়, সফল ও ভালো মানুষ হতে হলে পরিশ্রম ও সততার কোন বিকল্প নেই।
প্রধান বক্তা মো: আব্দুস সালাম মন্ডল বিজয়ী সকলকে মাুনষের মতো মানুষ হবার আহবান জানিয়ে সর্বদা মননশীল ও সৃজনশীল বিষয়ের সাথে সম্পৃক্ত থাকতে পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি আহরিত জ্ঞানকে বাস্তবে জীবনে যথাযথভাবে প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এর সহকারী লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো: মাসুদ রানা।
তিনি বিজয়ী সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য বই পড়া ও বই এর ব্যবহারকে অন্যতম একটি কাজ হিসেবে দৈনন্দিন রুটিনে অন্তর্ভূক্ত করার কথা বলেন।
তিনি আরো বলেন- যে জীবনে নির্ভেজাল ও ক্ষতিহীন অভিজ্ঞতা অর্জন করার জন্য বই পড়ার চেয়ে সর্বোত্তম কোন বিকল্প নেই।#