1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের টাপ্পুতে মসজিদের সভাপতি পদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পু গ্রামের একটি মসজিদের সভাপতি পদকে কেন্দ্রকরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে ফজর নামাজ শেষ না হতেই মসজিদ কমিটির বিদায়ী সভাপতি এবং সাধারণ মুসল্লিদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । এ সময় দু’পক্ষের অন্তত ৭-৮ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে আজ বৃহস্পতিবার ২৩শে মার্চ ফজরের নামাজের সময় কমিটি গঠন নিয়ে মুসল্লিরা কথা বলাবলি করছিলেন। যাতে করে অত্র মসজিদের বর্তমান সরিয়ে দেয়া কমিটির সভাপতি সাবেক বিজিবি সদস্য এনামুল হক ওরফে (আকুল বিডিআর)সহ পক্ষদ্বয় মুসল্লিদের সাথে বাক যুদ্ধে জড়ায়। যা ফজর নামাজ শেষ না হতেই মুসল্লি মতিউর রহমান (বাবু’র ) উপরে হামলা চালায় ( আকুল বিডিআরে’র ) নেতৃত্বে তাঁর লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

সাধারণ মুসল্লিরা গন্ডগোল ছুটিয়ে দেয়ার প্রাক্কালে বড় টাপ্পু গ্রামের মৃত. নিয়াজুদ্দীনের ছেলে মো: আমূল ও এলাকার শহিদুল সহ আরো বেশ-কয়েকজন মিলে পুণরায় মতিউর রাহমান বাবুর উপর বেধড়ক মারধর শুরু করে। এ সময় মতিউর রাহমান বাবুর আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে দু-পক্ষ সংঘর্ষ জড়িয়ে যায়। পরবর্তী তে সংঘর্ষে গ্রামের গাঈন বংশ ও কিছু ঢাব বংশের লোকজন একত্রে এবং অপরপক্ষে সাধারণ মুসল্লিদের সাথে ঢাব বংশের কিছু লোক পক্ষ নেয়। কিন্তু ঢাব বংশের লোকজন শিক্ষিত এবং পেশাগত কারণে বাইরে থাকায় গাঈন বংশ এক তরফা তান্ডব চালায়।

 

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য থেকে জানাগেছে, তান্ডবে মতিউর রহমান বাবুর বাড়ীসহ তাঁর পক্ষের বেশ কয়েক জনের বাড়ীতে হামলা ও ইট পাটকেল চালিয়ে ব্যপক ভাংচুর করে । ফজর নামাজ শেষে লাগা সংঘর্ষ চলে প্রায় ৩ ঘন্টা ধরে। এদিকে নিরাপদ ব্যক্তিরাও সভাপতি পদের বিরুদ্ধে রয়েছে এমন কাল্পনিক টার্গেটে বেশকজন সম্মানিত মানুষের বাড়ী ঘিরে থাকে সভাপতি পদ পেতে মরিয়া আকুল ( বিডিআর ) । সম্মানিত মানুষ গুলো শেষ পর্যন্ত থানা পুলিশের সহযোগিতা নিয়ে ঘিরে রাখা বাড়ী গুলো থেকে বের হন। যা থানা পুলিশের উপস্থিতির পর বেলা ১১টা নাগাদ এলাকার পরিবেশ কিছুটা শান্ত হলেও রয়েছে উত্তেজনা।

 

স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে সংঘর্ষের বিষয়ে কথা বলতে গেলে তারা জানান এই গ্রামের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার নৈপথ্যে রয়েছে মসজিদ কমিটির সভাপতি পদ। আর পুনরায় সভাপতি হতে মরিয়া এলাকার মৃত নুরুল হকের ছেলে সাবেক বিজিবি সদস্য (আকুল বিডিআর) ।

 

একাধিক সূত্র বলছে আকুল বিডিআরের কারনে মুল বিরোধটি বার বার সামনে আসছে । পুনরায় মসজিদ কমিটির সভাপতি হতে মরিয়া সাবেক এই বিজিবি সদস্য (আকুল) বিডিয়ারের নেতৃত্বে লোকজন। এর আগে সাবেক বিজিবির সদস্য এনামুল হক আকুল সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। কিন্তু কমিটি গঠনের পরে স্থানীয় মুসল্লিরা বাধ সাজলে বিশৃংখলা সৃষ্টি হয়। আর বিশৃংখলা কে কেন্দ্র করে সেই কমিটি স্থগিত করে দেয়া হয় । বিরোধী মেটাতে উপজেলা নির্বাহী অফিসার বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন ও সাবেক ইউপি সদস্য মোঃ খাইরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয় । কিন্তু নিরসনে কোন দল এগিয়ে না আসায় সমাধান করা যাচ্ছেনা বলে জানিয়েছেন দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধিগণ।

 

সংঘর্ষের ঘটনা সম্পর্কে সাবেক বিজিবি সদস্য আকুল বিডিআর এর মুখোমুখি হলে তিনি বলেন আমার সভাপতি হবার ইচ্ছা নাই । আর ফজর নামাজের সময় মে গন্ডোগোলের অভিযোগ করেছে তা মিথ্যা তারাই আগে হামলা করেছেন এবং তাঁর পক্ষের বেশকজন আহত হয়েছেন বলে জানান ‌ এই ঘটনায় উভয়েই দল শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে । উল্লেখ্য এর আগে মসজিদের কমিটি নিয়ে অন্ততঃ দুটি মামলা রয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট