চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) সদর মডেল থানাধীন পৌর এলাকার বটতলা হাট মুরগি পট্টি থেকে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সাজ্জাদুর রহমান ও এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান। আটক ব্যক্তির নাম মোঃ মাইনুল হক (৪৭)। তিনি মৃত তরিকুল ইসলামের ছেলে ও মৃত জোহরা খাতুনের সন্তান। তার বাড়ি নামোরাজারামপুর (নামোপাড়া), ওয়ার্ড নং-৭, নবাবগঞ্জ পৌরসভায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।