# মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি………………………………………
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটি বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে । এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এর সদস্যরা আগুন নিভাতে সক্ষম হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইেমনা শারমীন পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সেই সাথে নাচোল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৪,৫,৬ ওয়ার্ড ) নাজনীন আক্তার নাজ পুড়ে যাওয়া পারি পরিদর্শন করেন তাদের খোঁজখবর নেন এবং এই ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে হঠাৎ বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সদস্যরা চিৎকার চেচামেচি শুরু করলে এলাকাবাসি উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে ফায়ার সার্ভিস এর টীমকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধিরা প্রাথমিকভাবে মনে করছেন বৈদ্যুতিক শট সার্কিট হয়ে এই আগুন লেগে থাকতে পারে। ঘটনার রাতে বাড়িতে কেউ ঘুমিয়ে ছিল না বলে জানা গেছে।#