# কাবিরুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ…………….
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে শনিবার (২১ ই এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (রহনপুর সার্কেল) শামসুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানভির আহমেদ সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। কৃষি অফিসার আরো জানান আগামী ২৩ এপ্রিল সোমবার তিনদিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্যেদিয়ে কৃষি মেলার সমাপ্তি হবে এবারের কৃষি মেলায় ১৫ টি স্টল স্থান পেয়েছে। #