নিজস্ব প্রতিবেদক…………………………………………………………………..
যুগের পরে যুগ ছুয়ে সেবার ডানা মেলে উড়ছে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংক। নতুন আলোর সন্ধানে ব্যস্ত এই ব্যাংকটি এখন পৃথিবীর বিস্ময়ের বিস্ময় । তবে শুধু ব্যাংকটিরই প্রশংসা করা বেমানান। কারণ ব্যাংকটির হাজার হাজার কর্মচারী – কর্মকর্তাই ধরে রেখেছে ব্যাংকটির সুশৃঙ্খল ঐতিহ্যগুলো।কোথাও বিন্দুমাত্রও ঘাটতি নেই গ্রামীণ ব্যাংক এর কর্মচারী – কর্মকর্তাদের কর্মে। তারা যেন সবাই একেকটি ময়ূর পঙিরাজ। যার ধারাবাহিকতা লক্ষ্য করা যায় পনের আগষ্ট দুইহাজার তেইশ মঙ্গলবার। এইদিন ব্যাংকটি দেশব্যাপী পালন করেন অবিসংবাদিত নেতা মরহুম শেখ মুজিবের শাহাদাৎ বার্ষিকী। ভিন্ন ধারায় ব্যাংকটি পালন করেন রক্তঝরা এই দিনটিকে।
এই দিন গ্রামীণ ব্যাংক দেশবাসী তিন কোটি চারাগাছ বিতরণ ও রোপণ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। সারাদেশের মতো গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনও ছিলো কর্মসূচী পালনের সেই প্রশংসিত মিছিলে। যার নেতৃত্ব দেন গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের শৃঙ্খলা চাষী যোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম। তারই সময়োচিত সিদ্ধান্তে গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের শাখায় শাখায় বৃক্ষ রোপন কর্মসূচী পালনের পাশাপাশি জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে মহান মালিকের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায় গ্রামীণ ব্যাংক রাজশাহী যোন পনের আগষ্টকে সম্মান জানাতে সদস্যদের মাঝে পনের লক্ষ গাছের চারা রোপণ ও বিতরণ করেন। এদিকে বৃক্ষ রোপন কর্মসূচী পালনে আবারও দেশসেরা হয়েছেন গ্রামীণ ব্যাংক চাপাইনবাবগঞ্জ এরিয়া। তারা এই দিন বারটি শাখায় একলক্ষ আশি হাজার দুইশত আশিটি গাছের চারা রোপণ ও বিতরণ করে নতুন রেকর্ড সৃষ্টি করেন । যার মধ্যে ছিলো বনজ, ফলজ, ঔষধি ও ফুলময় গাছ। যার নেতৃত্বে ছিলেন গ্রামীণ ব্যাংক চাঁপাইনবাবঞ্জ এরিয়ার কর্মপ্রিয় এরিয়া ম্যানেজার ও ব্যাংকটির সফলতার প্রতীক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার।তার উপস্থিতিতে বাসুদেবপুর গোদাগাড়ী শাখা, হরিপুর নবাবগঞ্জ শাখা ও বারঘরিয়া নবাবগঞ্জ শাখায় কর্মসূচী পালন ও শতভাগ বাস্তবায়ন হয়।
সরেজমিনে যার বাস্তব চিত্র দ্যাখা যায় বাসুদেবপুর গোদাগাড়ী শাখায়। গ্রামীণ ব্যাংক আকাশের উজ্জ্বল নক্ষত্র, চাপাইনবাবগঞ্জ এরিয়ার ম্যানেজার আব্দুল ওয়াদুদ সরকারের উপস্থিতিতে শাখাটির সদস্যদের মাঝে বিশহাজার সাতশত পঞ্চাশটি চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়। এরিয়া ম্যানেজার ওয়াদুদ সরকার প্রতিবেদককে বলেন মরহুম শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানানো প্রতিটি বাংলাদেশীর জন্যই অপরিহার্য বিষয়। তাই প্রধান কার্যালয় ও যোনাল ম্যানেজার নির্দেশ পালনে আমি ও আমার সহকর্মীরা অঙ্গীকারাবদ্ধ। তিনি আরো বলেন আমরা গ্রামীণ ব্যাংক এর যোদ্ধারা সেবার যুদ্ধ করে দারিদ্রতাকে যাদুঘরে পাঠাবোই পাঠাবো।
অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ এরিয়ার প্রোগ্রাম অফিসার জনাব সুকান্ত বিশ্বাস, বাসুদেবপুর গোদাগাড়ী শাখার শাখা ব্যবস্থাপক খন্দকার আব্দুর রহিম,রাজশাহী যোনাল অডিট অফিসের নিরীক্ষণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম,অত্র শাখার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র সরকার, মো. রিপন রেজা চৌধুরী অফিসার, চন্দন কুমার পাল অফিসার, মোঃ বাবুল হোসেন অফিসার, মো: জাহিদ হাসান অফিসার, কর্মচারী সমিতি চাপাইনবাবগঞ্জ এরিয়ার সভাপতি মোঃ নাহিদ কবির, পিওন কাম গার্ড মতিলাল মার্ডি এবং জাতীয় কবিতা মঞ্চ,রাজশাহী জেলা কমিটির সভাপতি,বিশিষ্ট কবি,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মুকুল হোসেন।#