
আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে কারাভোগ শেষে দেশে ফিরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা থেকে ১৭ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি খুলনা ও যশোর জেলায় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
১৬ বিজিবি সূত্র জানায়, ভোরে চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন স্থানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে বিজিবির টহল দল সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে।

বিজিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বলেন, তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা এবং গত ৫–৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। সেখানে পুলিশের হাতে আটক হয়ে প্রায় তিন বছর আগ্রা জেলা কারাগারে কারাভোগ করেন। কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।#