
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অসহায়, দুঃস্থ, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা ১১০টি পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাঁচাসহ ফাউমি মুরগী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বল্প পুঁজি দিয়ে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা এবং ধীরে ধীরে মূলধন গঠনের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন প্রতিটি পরিবারকে ছয়টি ডিমপাড়া মুরগী ও দুটি ক্রমবর্ধমান বয়সের মুরগী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খাচাসহ মুরগী প্রদানের মূল উদ্দেশ্য হলো সহজ ব্যবস্থাপনায় মুরগী লালন-পালন করা, হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমানো এবং স্বল্প জায়গায় পালন সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি স্বল্প ব্যয়ে লাভজনক মুরগী পালন শুরু করতে উপকারভোগীদের উৎসাহিত করাই এই প্রকল্পের লক্ষ্য। প্রাপ্তবয়স্ক ও ডিমপাড়া মুরগী দেওয়ার কারণে উপকারভোগীরা দ্রুত ফল পাবে এবং তাতে তাদের আগ্রহ বাড়ার পাশাপাশি মূলধন তৈরিতেও সহায়তা করবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও ) ফয়সাল আহমেদ বলেন, এই কার্যক্রম আমাদের ক্ষুদ্র প্রয়াস হলেও এটি উপকারভোগী পরিবারগুলোর আয়ের পথ সুগম করবে বলে আমরা বিশ্বাস করি। স্বাবলম্বী হওয়ার যাত্রায় তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। সামান্য সহায়তাও যদি একটি পরিবারকে এগিয়ে যেতে সাহায্য করে, তবে সেটাই আমাদের প্রশাসনিক সাফল্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সদরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ওয়ারিসুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং উপকারভোগীরা।#