মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফায়সাল আহমেদের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ১) মোঃ রমজান আলী (৫০), পিতা-মৃত মোজা, সাং-তিসলাই, গোদাগাড়ী, রাজশাহী। তিনি চোলাই মদ সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ২) মোঃ আব্দুর রাজ্জাক (৬৫), পিতা-মৃত আফসার আলী, সাং-কাঁকনপাড়া, গোদাগাড়ী, রাজশাহী। তিনি গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১)(২১) ধারা অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। সমাজে মাদকের ভয়াবহতা রোধে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।#