মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জনস্বাস্থ্য রক্ষায় পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত খাবার উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও সরবরাহ এবং শিশুদের জন্য অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) জরিমানা করা হয়। অভিযানে ‘উজ্জ্বল বেকারী’ নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার দায়ে ২০,০০০/- টাকা এবং এক পাইকারি ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ শিশুখাদ্য মজুদ ও বিক্রির দায়ে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্যসমূহ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )ফয়সাল আহমেদ বলেন, “ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে। আমরা চাই, প্রতিটি খাদ্যপ্রস্তুতকারক ও বিক্রেতা যেন আইন ও নিয়ম মেনে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ করে। কোনোভাবেই জনস্বাস্থ্যের সঙ্গে আপস করা হবে না।”
তিনি আরও জানান, প্রশাসনের এই অভিযান জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে এবং স্থানীয় ব্যবসায়ী মহলেও ইতিবাচক বার্তা পৌঁছেছে।
উপজেলা প্রশাসনের এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা আশা করছেন, এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে বাজারে অনিরাপদ খাদ্যপণ্যের প্রবাহ অনেকাংশে কমে যাবে।#