1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান স্থগিত, দুপক্ষের সংঘর্ষে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি টি.আর বরাদ্দে দুর্নীতি: কাগজে কাজ শেষ, মাঠে রাস্তা নেই নওগাঁর রাণীনগরের মিরাট হতে গুমারদহ ব্রীজ পর্যন্ত সড়কের বেহাল দশা রংপুরের বদরগঞ্জে ভিডাব্লিউবি কার্ড বিতরণে  সীমাহীন দুর্নীতি বাঘায় গার্ল গাইডস এর হলদে পাখি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন : উৎসবের আমেজে ভোট ১৬ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নিয়ে ষড়ষন্ত্রের প্রতিবাদে রাজশাহী নগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের র‌্যালি ও সমাবেশ

গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান স্থগিত, দুপক্ষের সংঘর্ষে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন। এতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌর এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে এ অনুষ্ঠানে শরীফ উদ্দিন প্রধান অতিথি থাকার কথা ছিল।

অন্যদিকে, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারী গোদাগাড়ী উপজেলা বিএনপিও সাত দিন আগে প্রশাসনের অনুমতি নিয়ে বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির সময় শরীফ উদ্দিনপন্থীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।Open photo

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল অভিযোগ করে বলেন, “আমরা এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করছিলাম। আজ বিকেলে মঞ্চ তৈরির সময় শরীফ উদ্দিনের অনুসারীরা বাধা দেয়, এ কারণে সংঘর্ষ হয়। আমাদের অন্যায়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।” অন্যদিকে কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার বলেন, “শরীফ উদ্দিনের নির্দেশে সেখানে আয়োজন করা হয়েছিল। তবে যেহেতু ১৪৪ ধারা জারি হয়েছে, এখন পরবর্তী সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।”

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তি বজায় রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, “আগেই দুই পক্ষ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমাদের অবহিত করেছিল। তবে অনুষ্ঠানস্থল কাছাকাছি হওয়ায় উত্তেজনা ছড়ায় এবং সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তার স্বার্থে পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট