মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে সাহসিক ও তাৎক্ষণিক ভূমিকা রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুরে গোদাগাড়ী ইউনিয়নের কলিপুর গ্রামে বাল্যবিবাহের খবর পেয়ে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে ইউএনও ফয়সাল আহমেদ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭ ধারা অনুযায়ী ছেলেপক্ষ মোঃ মুকুল (২১), পিতা—মোঃ মিজানুর রহমান, গ্রাম—সুরশুনিপাড়া, থানা—গোদাগাড়ী, জেলা—রাজশাহীকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, ৮ ধারা অনুযায়ী মেয়েপক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, পিতা—মোঃ আব্দুল খালেক, গ্রাম—কলিপুর, থানা—গোদাগাড়ী, জেলা—রাজশাহীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “বাল্যবিবাহ সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। একজন মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এর মাধ্যমে। প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যতবার এমন ঘটনা ঘটবে, ততবারই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বাল্যবিবাহবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় জনসাধারণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে স্থানীয়রা ইউএনও’র এই তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।#