# মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা………………………………………
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা পশ্চিম খামার দশলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এলাকায় সুনাম ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সরকার একান্ত সাক্ষাৎকারে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমাকে জানান, বিদ্যালয়টি লেখাপড়া চলছে মনোরম পরিবেশে। পাশের হার ১০০%। তিনি আরো বলেন, বিদ্যালয়টি বহুতল ভবন নির্মাণ করা প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে ওয়াচ ব্লক নির্মাণ, বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্ণার ও মুক্তিযোদ্ধা কর্ণারসহ বিভিন্ন কর্ণার দিয়ে বিদ্যালয়টি সুন্দর পরিবেশে ঢেলে সাজানো হয়েছে।
সমস্যা মধ্যা রয়েছে শ্রেণী কক্ষের অপ্রতুলতা। ছাত্র-ছাত্রীর বৃদ্ধি সাথে সাথে বিদ্যালয়টি বহুতল ভবন নির্মাণ করা প্রয়োজন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় স্কুলটির প্রতি তেমন নজর দিচ্ছে বলে মনে হয় না।
এব্যাপারে সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার জানান, ভবন নির্মাণ এর জন্য উদ্দৃর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সরকার ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন। বিদ্যালয়টি লেখাপড়া পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছে সমানতালে। এককথায় সবমিলিয়ে বিদ্যালয়টি একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তাই খামার দশলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি মডেল বিদ্যালয় ঘোষণা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন স্কুল কমিটি, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।