শাহাদাৎ হোসেন খোকন, গাইবান্ধা থেকে: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগন্জ ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবি এমমিজানুর রহমান খোকন, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিঠু ও ৪ নং ওয়ার্ড সদস্য মমিনুল মেম্বার এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা ।
তিনি অভিযোগে বলেন, সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন অভিযুক্তরা। তারা শাকিব, শাহিন, যুবরাজ ও শাহিনুর কাছে ৩ লক্ষ টাকা নিয়ে মামলা নিষ্পত্তি করতে সাংবাদিক সুমাকে চাপ দেয়। এ সংক্রান্ত একটি মামলা গাইবান্ধার আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। যার মামলা নং ২৩/২৪।
এদিকে একই গ্রামের মহাসিন কণ্যা সাথে মুন্নি আক্তার পিতা যুবরাজের ছেলে শাকিব সাথে বিবাহ হয়। এবি এম মিজানুর রহমান খোকনচেয়ারম্যান , মিঠু মেম্বার ওয়ার্ড নং ৩, মমিনুল মেম্বার ওয়ার্ড নং ৪ আসামি জেলহাজতে না পাঠিয়ে যুবরাজের কাছে ৫ লক্ষ টাকা খেয়ে বিয়ে দেয় ৭ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে।