প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৩:১৪ পি.এম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ২ মেম্বরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শাহাদাৎ হোসেন খোকন, গাইবান্ধা থেকে: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগন্জ ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবি এমমিজানুর রহমান খোকন, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিঠু ও ৪ নং ওয়ার্ড সদস্য মমিনুল মেম্বার এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা ।
তিনি অভিযোগে বলেন, সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন অভিযুক্তরা। তারা শাকিব, শাহিন, যুবরাজ ও শাহিনুর কাছে ৩ লক্ষ টাকা নিয়ে মামলা নিষ্পত্তি করতে সাংবাদিক সুমাকে চাপ দেয়। এ সংক্রান্ত একটি মামলা গাইবান্ধার আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। যার মামলা নং ২৩/২৪।
এদিকে একই গ্রামের মহাসিন কণ্যা সাথে মুন্নি আক্তার পিতা যুবরাজের ছেলে শাকিব সাথে বিবাহ হয়। এবি এম মিজানুর রহমান খোকনচেয়ারম্যান , মিঠু মেম্বার ওয়ার্ড নং ৩, মমিনুল মেম্বার ওয়ার্ড নং ৪ আসামি জেলহাজতে না পাঠিয়ে যুবরাজের কাছে ৫ লক্ষ টাকা খেয়ে বিয়ে দেয় ৭ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে।
অপরদিকে মহাসিন কন্যা মুন্নি আক্তার বিবাহের পর শুরু হয় অমানবিক নির্যাতন করে মুন্নি আক্তার বাদী হয়ে শাকিব বিরুদ্ধে যৌতুক মামলা করে মুন্নি আক্তার মা বাবা কে মারে শাহিনুর মুন্নি আক্তার মা রোসনা অমানুষ নির্যাতন করে। মুন্নি আক্তার পিতাকে শাকিব, শাহিন, যুবরাজ ও শাহিনুর গাইবান্ধা জেলা জজ কোর্ট যাওয়ার সময় অমানুসিক নির্যাতন করে । শাকিব মুন্নি আক্তার বোরকা ছিঁড়ে ফেলে মারপিট করে মুন্নি আক্তার ছবি উলঙ্গ ছবি ফেসবুকে পোস্ট করে দেয় । এব্যাপারে গাইবান্ধা আদালতে একটি ধর্ষণ মামলা ১৯/২২ইং চলমান রয়েছে।
অপরদিকে লক্ষীপুর তেঁতুল তলা গোবিন্দপুর গ্রামে শাকিব মুন্নি আক্তারের খালাতো বোন কে ডেকে নিয়ে মারপিট করে শাকিব সহ তার পরিবারের সদস্যরা শাকিব শাহিন যুবরাজ শাহিনুর ৪ জনার নামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলী আদালত গাইবান্ধা সদর মামলা নং ২৩/২৪ মামলা চলমান আছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগন্জ ১০ নং ইউনিয়ন পরিষদ শান্তিরাম এলাকার এবি এম মিজানুর রহমান খোকন, আশরাফ দেওয়ানি, মিঠু মেম্বার ওয়ার্ড নং ৩ মমিনুল মেম্বার ওয়ার্ড নং ৪ মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন এলাকাবাসী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর