1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান  উপ-সম্পাদকীয়ঃ সীমান্ত হত্যা আর কত ! মোহনপুরে বাজার বণিক সমিতির সাথে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও সূধী সমাবেশ রূপসায় খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত অনিয়মঃ তানোরে সার বিতরণে অনিয়ম ও পাচার রোধে হট্টগোল মারপিট গাইবান্ধা সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মামলায় ,  গ্রেপ্তারী ওয়ারেন্ট বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক পরমাণু বোমা ইরানের হাতের নাগালে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তোতা মিয়া ও মোঃ জিয়ারুল আকন্দর বিরুদ্ধে রাস্তার গাছ কতর্নের অভিযোগ, মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি………………………………………

গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুর উপজেলার অধিন ২নং নলডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ভুমি দস্যু ও বৃক্ষদস্যু সন্ত্রাসী মোঃ তোতা মিয়া, পিতাঃ মৃত মফিজ উদ্দিন সরকার ও মোঃ জিয়ারুল আকন্দ, পিতাঃ মৃত সমসেল আকন্দ এর বিরুদ্ধে গাছ কতর্নের বিস্তর অভিযোগ পাওয়া গেছে।

 

জেলা প্রশাসক গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সাদুল্লাপুর, গাইবান্ধাকে দেয়া লিখিত অভিযোগে  জানা গছে, এ চক্রচি দীর্দিন থেকে সরকারি গাছ কর্তৃনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। তাদের ভয়ে সাধারণ এলাকাবাসি মুখ খুলতে ভয় পায়।

 

বাদীঃ মোঃ শহিদুল ইসলাম,  মোঃ তোতা মিয়া, পিতাঃ মৃত মফিজ উদ্দিন সরকার, ও  মোঃ জিয়ারুল আকন্দ, পিতাঃ মৃত সমসেল আকন্দ উভয়ের সাং গ্রামঃ দক্ষিন শ্রীরামপুর, ওয়ার্ড নং ০২, ডাকঘরঃ নলডাঙ্গা, উপজেলাঃ সাদুল্লাপুর, জেলাঃ গাইবান্ধাএর বিরুদ্ধে জেলা প্রশাসক সহ উদ্র্তন কর্পক্ষের নিকট এর প্রতিকারে দাবি জানিয়েছে।

 

বাদি এবং এলাকাবাসির কাছ থেকে লিখিত  অভিযোগে জানা গছে, । মোঃ তোতা মিয়া,
পিতাঃ মৃত মফিজ উদ্দিন সরকার ও মোঃ জিয়ারুল আকন্দ, পিতাঃ মৃত সমসেল আকন্দ গত ১৪/০৬/২০২৩ ইং তারিখে সকাল আনুমানিক ১১টার সময় তাদের দাঙ্গাবাজ লোকজন সহ উক্ত বাধের রাস্তার উপর দক্ষিন শ্রীরামপুর লাহিড়ির ছড়ার সমবায় সমিতির রেজি নংঃ ১১১, রোপনকৃত ইউক্যালিপটাশ গাছ গুলো  গাছ কর্তৃন করে যার আনুমানিক মূল্য ৫০/৬০ হাজার টাকা।

 

উক্ত গাছ কর্তৃনের সময় গ্রামের লোকজন বাধা দিলে ভুমি সদ্যু ও বৃক্ষ দস্যুগণ তাদের উপর চড়াও হয় এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবন নাশের হুমকী দেয়।। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ১ নং বিবাদী গত ১৭/০৬/২০২৩ ইং তারিখে আনুমানির সকাল ১০টার সময় মোঃ তোতা মিয়া সরকারের নেতৃত্বে শ্রীরামপুর মিয়ার বাজার এর পূর্ব পাশে আবুলের ধানের ঘরে বাদী মোঃ শহিদুল ইসলাম গাছ কর্তৃনের কারণ জানতে চাইলে তোতা মিয়া ও তার লোকজন বাদী মোঃ শহিদুল ইসলাম এর উপর চড়াও হয় এবং বাদীকে বেদম মারপিট করে শাসিয়ে বলে

 

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে  তাকে প্রাণে মেরে করে লাল গুম করা হবে।  এঅবস্থায়। বাদী জীবনরে নিরাপত্তা চেয়ে সাদুল্লাপুর থানায় মোঃ তোতা মিয়া ও মোঃ জিয়ারুল আকন্দকে আসামী করে একটি অনলাইন জিডি দায়ের করেন। সাদুল্লাপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমান পেলেও এখন পর্ন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

 

এব্যাপারে মুঠো ফোনে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম ও সাদুল্লাপুর থানার ওসি মোঃ মাহাবুব আলম জানান অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে । পুলিশ শুধু শুধু তদন্ত করছেন কাজের কাজ কিছুই হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করছেে এলাকাবাসী ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট