শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইভা সাজ বিউটি পার্লার ২ নং নলডাঙ্গা ১ নং রেলগেট পশ্চিম পাশে নিশি বস্ত্রালয় দ্বিতীয় তলায় দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইভা সাজ বিউটি পার্লার দেহ ব্যবসা চালিয়ে বিপুল অর্থ অবৈধভাবে আয় করছে মোছাঃ মুন্নি আক্তার। তিনি দীর্ঘ দিন থেকে এ অবৈধ ব্যবসা বিউটি পার্লারের আড়ালে করে আসছেন। এবার তার মুখোশ উন্মোচন করছে নলডাঙ্গাবাসী। এ ধরণের অবৈধ কার্যকলাপ চলতে থাকায় এলাকার সামাজিক পরিবেশ কলুশিত হয়ে পড়ছে এবং যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে অবস্থান করছে। সাদুল্লাপুর, নলডাঙ্গা, রেলগেট এলকার পরিবেশ কোনভাবেই কলুশিত হতে দেয়া যাবে না বলে এলাকার সচেতনমহল মনে করেন।
এসব অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধ করতে সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। অবৈধ যৌনচারের মাধ্যম একদিকে যুবসমাজ বিপদগামী হবে অন্যদিকে অবৈধ অর্থ যোগাতে ব্যস্ত হয়ে পড়বে। সমাজে চুরি, ছিনতাই, হত্যা, গুম ও ধর্ষণ বৃদ্ধি পাবে। সুষ্ঠু সমাজ বিনির্মাণে বাধাগ্রস্ত হবে। এলাকার কমলমতি ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে পড়বে, মনে দানা বাধবে নতুন নতুন অবান্ত প্রশ্নের।
সুষ্ঠু সমাজ গঠণে শুধু প্রশাসনকে এগিয়ে আসলে হবে না, এগিয়ে আসতে হবে এলাকার সর্ব স্তরের মানুষকে। তাহলেই সম্ভব যে কোন ধরণের অসমাজিক কার্যকলাপ, অনাচার অত্যাচার, নীপিড়ন, অন্যায় অবিচার দূর করা। আগামী প্রজন্মের নাগরিকদের একটি নির্ভেজাল দেশ গঠনে এগিয়ে নিতে সবাইকে নিষ্ঠার সহিত কাজ করতে হবে।
এজন্য গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ২ নং নলডাঙ্গা ইউনিয়নের ১ নং রেলগেট পশ্চিম পার্শ্বে নিশি বস্ত্রালয় দ্বিতীয় তলায় দেহ ব্যবসা বন্ধ করা এখুনি দরকার বলে মনে করেন এলাকাবাসী।#