1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৪ ঈশ্বরদী আসনে ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ঈশ্বরদীর অরনকোলা হারুখালী ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন ​ধর্মীয় বৈচিত্র্য ও গণতান্ত্রিক চেতনা: এক শাশ্বত ইসলামী ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ খুলনা ৪ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ লালপুরে প্রাক্তন স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা ১৭ তম খতমে খাজেগান ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ভাঙ্গুড়া পাবনায় মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ 

গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস উদ্বোধনের দাবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: শাহাদৎ হোসনে খোকন,গাইবান্ধ থকে………………………………

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১শঠিবাড়ি রংপুর নলডাঙ্গা জোনাল অফিসটি করোনার অযুহাতে বৈরাতি হাট নামক স্থানে অবৈধ ভাবে পরিচালনা করা হচ্ছে। বৈরাতির হাটটি একটি গ্রাম মাত্র এটি ইউনিয়ন/থানা বা উপজেলা নয় বৈরাতির হাটে সাব জোন অফিস স্থাপন করা হাস্যকর বটে। অফিসটি নলডাঙ্গায় স্থানান্তর এবং রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধনের আবদেন জানয়িছেে এলাকাবাস।

 

নলডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ জোনাল অফিস ২০ কিঃমিঃ, সাদুল্লাপুর জোনাল অফিস ১২ কিঃমিঃ, শঠিবাড়ি রংপুর প্রধান কার্যালয় ২০ কিঃমিঃ দুরে অবস্থতি। জরুরী কোন প্রয়োজনে বিদ্যুৎ বিল সংশোধন করতে গ্রাহকদের উল্লেখিত অফিস সমুহে যাতায়াত করতে গ্রাহকদের হয়রানীর স্বীকার হতে হচ্ছ।

 

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ সমিতি ১ রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর আদেশ নির্দেশ মানছেন না বলে অভিযোগ উঠেছে। রংপুরের পীরগঞ্জ এর ভেন্ডা বাড়িতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরিয়া বিলিং অফিস স্থাপন করলেও রংপুরে গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধনের জন্য বার বার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ কে তাগাদা দেওয়া হলেও জিএম সাহেব হযবরল ভাবে সময় অতিবাহিত করছেন বলে অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসির প্রাণের দাবী রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধন করা অতিব প্রয়োজন। সেই সঙ্গে গাইবান্ধা নলডাঙ্গায় ৬ থেকে ৮ কেভি বিদ্যুতের প্রয়োজন হওয়ায় এখানে একটি ১১-৩৩ কেভি বিদ্যুৎ লাইনের উপকেন্দ্র নির্মাণ করা একান্ত প্রয়োজন হয়ে পড়েেছ। সামান্য বৃষ্টি হলেই নলডাঙ্গা এলাকায় ১২/১৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে ধুবনী উপকেন্দ্র ও সাদুল্লাপুর উপকেন্দ্র কতর্ৃৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তামাশা শুরু করেন।

 

উল্লেখ্য রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ নলডাঙ্গা এর অভিযোগ কেন্দ্রকে এরিয়া বিলিং অফিসে উন্নতি ও বামনডাঙ্গা অভিযোগ কেন্দ্র, ধুবনী অভিযোগ কেন্দ্র, বৈরাতী হাট অভিযোগ কেন্দ্র, নলডাঙ্গা অভিযোগ কেন্দ্র সমন্বয়ে নলডাঙ্গায় এরিয়া বিলিং অফিস স্থাপন সহ জোনাল অফিস অনুমোদন দেওয়ার অতিব প্রয়োজন বলে এলাকাবাসি মনে কর।

 

উল্লেখিত বিষয়ে বিবেচনা পূর্বক রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধন করতে প্রয়োজনীয় অফিস আদেশ প্রদানে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট