1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত নতুনতারা সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎ ‎ তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না, বদলি আদেশ রোহিত হয়ে ফের আলোচনায় পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে উদ্যোক্তা একেএম শামসুল ইসলাম উজ্জ্বল চন্দ্রিমা এলাকা থেকে র‍্যাব-৫ কর্তৃক ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস উদ্বোধনের দাবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: শাহাদৎ হোসনে খোকন,গাইবান্ধ থকে………………………………

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১শঠিবাড়ি রংপুর নলডাঙ্গা জোনাল অফিসটি করোনার অযুহাতে বৈরাতি হাট নামক স্থানে অবৈধ ভাবে পরিচালনা করা হচ্ছে। বৈরাতির হাটটি একটি গ্রাম মাত্র এটি ইউনিয়ন/থানা বা উপজেলা নয় বৈরাতির হাটে সাব জোন অফিস স্থাপন করা হাস্যকর বটে। অফিসটি নলডাঙ্গায় স্থানান্তর এবং রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধনের আবদেন জানয়িছেে এলাকাবাস।

 

নলডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ জোনাল অফিস ২০ কিঃমিঃ, সাদুল্লাপুর জোনাল অফিস ১২ কিঃমিঃ, শঠিবাড়ি রংপুর প্রধান কার্যালয় ২০ কিঃমিঃ দুরে অবস্থতি। জরুরী কোন প্রয়োজনে বিদ্যুৎ বিল সংশোধন করতে গ্রাহকদের উল্লেখিত অফিস সমুহে যাতায়াত করতে গ্রাহকদের হয়রানীর স্বীকার হতে হচ্ছ।

 

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ সমিতি ১ রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর আদেশ নির্দেশ মানছেন না বলে অভিযোগ উঠেছে। রংপুরের পীরগঞ্জ এর ভেন্ডা বাড়িতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরিয়া বিলিং অফিস স্থাপন করলেও রংপুরে গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধনের জন্য বার বার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ কে তাগাদা দেওয়া হলেও জিএম সাহেব হযবরল ভাবে সময় অতিবাহিত করছেন বলে অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসির প্রাণের দাবী রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধন করা অতিব প্রয়োজন। সেই সঙ্গে গাইবান্ধা নলডাঙ্গায় ৬ থেকে ৮ কেভি বিদ্যুতের প্রয়োজন হওয়ায় এখানে একটি ১১-৩৩ কেভি বিদ্যুৎ লাইনের উপকেন্দ্র নির্মাণ করা একান্ত প্রয়োজন হয়ে পড়েেছ। সামান্য বৃষ্টি হলেই নলডাঙ্গা এলাকায় ১২/১৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে ধুবনী উপকেন্দ্র ও সাদুল্লাপুর উপকেন্দ্র কতর্ৃৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তামাশা শুরু করেন।

 

উল্লেখ্য রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ নলডাঙ্গা এর অভিযোগ কেন্দ্রকে এরিয়া বিলিং অফিসে উন্নতি ও বামনডাঙ্গা অভিযোগ কেন্দ্র, ধুবনী অভিযোগ কেন্দ্র, বৈরাতী হাট অভিযোগ কেন্দ্র, নলডাঙ্গা অভিযোগ কেন্দ্র সমন্বয়ে নলডাঙ্গায় এরিয়া বিলিং অফিস স্থাপন সহ জোনাল অফিস অনুমোদন দেওয়ার অতিব প্রয়োজন বলে এলাকাবাসি মনে কর।

 

উল্লেখিত বিষয়ে বিবেচনা পূর্বক রংপুরের গাইবান্ধার নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল অফিস শুভ উদ্বোধন করতে প্রয়োজনীয় অফিস আদেশ প্রদানে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট