মো: শাহাদাত হোসেন খোকন/মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা: গাইবান্ধা জেলার নলডাঙ্গা একটি গুরুত্বপূর্ণ স্থান। ব্যবসা বাণিজ্য আর শিক্ষাদীক্ষায় অন্যান্য এলাকার চেয়ে অনেকাংশে বেশি এগিয়ে আছে। অর্থনৈতিকভাবে অন্যান্য এলাকার চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।নলডাঙ্গার সুনাম দেশজুড়ে। এ কারণে এলাকাবাসির দাবি দীর্ঘদিনের। সবার কথা সাদুল্যাপুরকে ভেঙ্গে নলডাঙ্গায় একটি পুলিশ স্টেশন করা হোক। এতে এ এলাকার মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হতে পারে। বর্তমানে নলডাঙার জনগণ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে নলডাঙ্গায় একটি পুলিশ স্টেশন স্থাপন করা অত্যান্ত জরুরী।
এব্যাপারে এলাকাবাসি বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে কিন্তু কোন লাভ হয়নি। এলাকার বৃহত্তর স্বার্থে র কথা বিবেচনা করে অন্তর্বতীকালিন সরকার যদি একটি যথোপোযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তবে এলাকাবাসি নতুন করে জীবন শুরু করতে পারবে। থানা ঘোষণা হলে বাকিগুলো সিস্টেম অনুযায়ী পর্যায়ক্রমে উন্নয়নের শর্ত হিসেবে বাস্তবায়িত হবে বলে সবার ধারণা। এটি নলডাঙ্গাবাসির কোন অযৌক্তিক দাবি নয়। সরকার প্রশাসন বিকেন্দ্রিকীকরণের পক্ষে কাজ করছে সেহেতু দাবির কথা বিবেচনা করে সরেজমিন তদন্ত করে সিদ্ধান্ত গ্রহীত হতে পারে। এতে করে এলাকা তথা সমগ্র দেশের উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে। সবাই চাই নলডাঙ্গাকে থানায় উন্নীত করে এ এলাকার আর্থিক উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করবে নলডাঙ্গা থানা। এমনটি আশা সবার।#