1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার মান্দায় লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি, গ্রেপ্তার ৯ রাণীশংকৈলে গণসংবর্ধনায় সিক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুল  বাঘায় জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন  রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে তিনজন গ্রেফতার জামায়াতকে চাঁদা-অস্ত্রবাজ ও রগকাটার দল বলায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে রাজশাহী জেলা জামায়াতের তীব্র প্রতিবাদ বাঘায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ইমরান ইমনের সৌজন্য সাক্ষাত-মতবিনিময় গাইবান্ধার সুন্দরগঞ্জে কতিপয় সন্ত্রাসীরা সাংবাদিক সুমার প্রাণনাশের হুমকি দিয়েছে মনের টানে বাঘায় আধ্যাত্বিক দরবেশের ওরশ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ

গাইবান্ধায় কবি সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধা থেকে কাজী নজরুল ইসলাম……………………………………………..

দেশের বরেণ্য কবি, শিল্প কথা-সাহিত্যের ছোটকাগজ ‘শব্দ’ সম্পাদক, লিটন ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

 

৫ ডিসেম্বর সোমবার সকালে সাড়ে ১১ থেকে প্রায় ঘন্টাব্যাপী গাইবান্ধার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীবৃন্দের ব্যানারে পৌর শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ মানবন্ধন সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

 

উদীচী গাইবান্ধার সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম ও কবি-সাংবাদিক অমিতাভ দাশ হিমুনের পরিচালনায় সংস্কৃতিকর্মীদের এ প্রতিবাদী মানববন্ধনে বক্তারা কবি সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে সরোজ দেবের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারী সাজ্জাদ এর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

এ মানববন্ধনে নিজের ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে বক্তব্য দেন ভুক্তভোগী কবি সরোজ দেব। তিনি নিজে ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল-মান্নান, সংগীতজ্ঞ মশিউর রহমান, ওয়াজিউর রহমান রাফেল, প্রমতোষ সাহা, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, দেবাশীষ দাশ দেবু, নওশের আলম, মোস্তাফিজুর রহমান মুকুল, নিলুফার ইয়াসমিন শিল্পী, জাহাঙ্গীর কবীর তনু, সিদ্দিক আলম দয়াল, অ্যাড. হানিফ বেলাল, রজতকান্তি বর্মন, মোহাম্মদ আমিন, রিকতু প্রসাদ, শামীম আল সাম্য, মাসুদুল হক মাসুদ, সাখাওয়াত হোসেন বিপ্লব, আব্দুর রউফ মিয়া, মানিক বাহার, হারুন অর রশিদ বাদল, আলম মিয়া, উম্মে কুলসুম তালুকদার তুলনা প্রমুখ।

 

উল্লেখ্য, গত শুক্রবার সকালে শহরের মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী সাজ্জাদ হোসেন ও তার দলবল সরোজ দেবের ওপর এ ন্যাক্কারজনক হামলা চালায়। সন্ত্রাসীরা সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্বপাড়ায় বাড়িতে ঢুকে তাঁর ছেলে শুভময় দেব জয়কে খুঁজতে থাকে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। সরোজ দেব নিষেধ করার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে মারপিট করতে থাকে। তাঁকে বাঁচাতে তাঁর পুত্রবধূ এগিয়ে এলে তার উপরও সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে শ্লীলতাহানি করে। আহত কবি সরোজ দেবকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় রোববার থানায় মামলা হলে সদর থানা পুলিশ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট