খুলনা প্রতিনিধি……………………………………….
খুলনা আর্ট একাডেমি খুলনার শের-এ-বাংলা রোড, ৩০৮, আমেনা মঞ্জিলে অবস্থিত। ২০১০ সাল থেকে চারুকলা ভর্তি ইচ্ছুকদের শিল্পী হওয়ার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দেওয়ার বদ্ধপরিকর গঠন করেন। খুলনা আর্ট একাডেমি খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সকল চারুকলায় মেধা তালিকায় বারবার প্রথম স্থান অর্জন করে সুনামের সহিত এ পর্যন্ত ২১৮ জন শিক্ষার্থী সাফল্যের ধারাবাহিকতা নিয়ে চান্স পেয়েছে।
২০২৩ সালে মাত্র দুই জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তমা দেবনাথ এবং রেইন বালা পূজা। এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন তমা দেবনাথ। অন্যজন রেইনবালা পূজা মেধা তালিকায় ভাস্কর্য বিষয়ে পড়ার সুযোগ পায়। ভাস্কর্য বিষয়ে পড়ার সুযোগ পেয়ে এই সুখবর নিয়ে প্রতিষ্ঠানে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সাথে দেখা করতে আসে। তখন রেইনবালা পূজাকে এবং তার মাকে ফুল দিয়ে অভিনন্দন জানায় প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শিলা বিশ্বাস, তানিয়া মল্লিক, লিটন মন্ডল, সম্প্রীতি বিশ্বাস, রাইয়ান মল্লিক সবার উপস্থিতিতে রেইন বালা পূজার মা অর্চনা বালা তার মেয়ের সফলতার অনুভূতির প্রকাশ করেন এবং খুলনা আর্ট একাডেমির কর্মকাণ্ড এবং প্রতিষ্ঠাতা পরিচালককে ধন্যবাদ জানায়।
এসময় খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রেইনবালা পূজাকে ভবিষ্যতে এ বিষয়ে পড়াশোনা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন এবং বিগত বছরে যারা এই প্রতিষ্ঠান থেকে সফলতা অর্জন করে ২১৬ জন শিক্ষার্থী ইতোমধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পড়াশোনা করছেন এবং বিভিন্ন চাকরিতে নিয়োজিত রয়েছেন সকলের মঙ্গল কামনা করে চিত্রশিল্পী শিল্পী মিলন বিশ্বাস রেইন বালা পূজার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আগামী দিনের পথ চলার আশীর্বাদ করেন। বার্তা প্রেরক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।#