1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগমারায় বিষাক্ত মদপানে ভ্যান চালকের মৃত্যু তানোরের কচুয়া আইডিয়াল কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, দীর্ঘ ২৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন, বাঘা পৌরসভা ফুটবল একাদশের জয় সুষ্ঠু নির্বাচন না হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে: রূপসায় আজিজুল বারী হেলাল রাজশাহী মহানগরী থেকে অপহৃত ১৪ বছরের স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা সুমন গ্রেফতার করেছে র‍্যাব-৫ নাচোলে নিজ অর্থায়নে ৭ কিলোমিটার রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক আমিন কর্মকার রাজশাহীতে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত রাজশাহীতে  উলামা-জনতা পরিষদের বিক্ষোভ সমাবেশ, শিশু কিশোরী ধর্ষণের প্রতিবাদে   আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খানসামা থানার এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) শাহীন শহিদ এবং কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ভাড়াটিয়াকে মারধর, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, খানসামা ডিগ্রি কলেজ মোড় এলাকায় গত ৭ দিন ধরে একটি ভাড়া বাসায় থেকে এএসআই শাহীন ও কনস্টেবল মোস্তাফির বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গতকাল রাতে অভিযুক্ত দুই পুলিশ সদস্য ঐ বাসায় ঢুকে এক ভাড়াটে যুবক ও একজন তরুণীকে আটক করেন। এ সময় তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা জানান, পুলিশের পোশাকে থাকা এই দুই কর্মকর্তা প্রথমে তাদের আটক করে নানা ধরনের প্রশ্ন করে এবং পরে শারীরিক নির্যাতন চালায়। এরপর জোরপূর্বক তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যায়।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “ঘটনার বিষয়টি আমি অবগত হয়েছি এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে অভিযুক্ত এসআই শাহীন শহিদ ও কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করতেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট