দান করেছে সকল
মাফিয়া ময়না…………
রিজিকদাতা মহান আল্লাহ্ তিনি যে মেহেরবান, সৃষ্টিকুলের মাঝে তিনি রিজিক করছে দান।
বড়ই গাছে বড়ই ধরছে আম গাছেতে আম, কাঁঠাল ফলে ভরবে শেষে আরো ভরবে জাম ।
ফলে ফলই হাজার রকম স্রষ্টার হাসির ফল, বনানীর বুক ঘেষে স্রষ্টা দান করছে সকল ।
স্রষ্টার সৃষ্টি মনমুগ্ধকর বোঁটা থেকে ফুল, তৃপ্তির ঢেঁকুর তুলে সদা সৃষ্টি মানবকুল।
মৃত্তিকার বুক ঘেষে জন্মে ভোরের সবুজ ঘাস , পুকুরের বুক ঘেষে চড়ে সাদা পাতি হাঁস।
সবই যে দান মানবের জান মালিক মহান রব, মানবের তর পৃথিবীর মোর দান করেছে সব ।
(উড়িরচর ,সন্দ্বীপ চট্টগ্রাম।)#