1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
আগামীকাল থেকে কর্মবিরতিতে যাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৫ পালিত  ধ/র্ষ/ণ মা/ম/লায়  হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ কারাগারে গাজীপুরের কালীগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন প্লাট ফরমে   ধর্ম, শান্তি ও মানবতার সন্ধানে … নওগাঁর আত্রাইয়ে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ/র্ষে প্রা/ণ গেল সেনাসদস্যের তানোরে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ পঞ্চগড়ে জমে উঠেছে ভোটের মাঠ, নওশাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এ্যাড.হিমু সিদ্ধিরগঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ  বিএনপির

ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন প্লাট ফরমে  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনাঃ রেলওয়ের যাত্রীসেবার মান বৃদ্ধি ও জরুরিভাবে জনমুখি উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন প্লাট ফরমে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার সকালে এই গণশুনানীর আয়োজন করাহয় ।

বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফের সভাপতিত্বে এই গণশুনানীতে অংশ নেন, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন,,বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার,পাকশী বিভাগীয় প্রকৌশলী/১,মোঃ আব্দুল হানিফ, ,পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ মোঃ নাজিব কায়সার,ডিএমই লোকো ময়েনউদ্দিন, পরিবহণ কর্মকর্তা হাসিনা বেগম, ডিএসটিই আহমেদ ইসতিয়াক জহুর,নিরাপত্তাবাহিনীর পাকশীস্থ কমান্ডেন্ট ও ডিইই রিফাত শাকিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, সাংবাদিক আজিজুর রহমান শাহীন,সেলিম আহমেদ,টিটিই মিঠু হোসেন শ্রমিকদলের নেতা ছবিমন্ডলসহ বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগীবৃন্দ।

বিনা টিকিটে ট্রেনে না উঠা এবং নিরাপত্তার স্বার্থে ট্রেনের ছাদে,বাফারে ও গার্ড ব্রেকে না উঠার পরামর্শ দিয়ে গণশুনানীর সভাপতি মীর লিয়াকত শরীফ বলেন,স্টেশন ও ট্রেনে ধুমপান নিষিদ্ধ এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলানোর নিষেধ করা হয়েছে। তিনি বলেন,দূর্ঘটনা এড়াতে ও ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে চলতি ট্রেনে
মোবাইলে ছবি বা ভিডিও করা থেকে বিরত থাকা প্রতিটি সচেতন ট্রেন যাত্রীর নাগরিক দায়িত্ব । গণশুনানী পর্বে ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না তার বক্তব্যে বলেন,দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপথ ঈশ্বরদী ও নিকটস্থ জেলার মানুষের স্বার্থে এবং বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার মানবৃদ্ধি কল্পে দেশের চাহিদা মত ইঞ্জিন ও কোচ আমদানি করণ পূর্বক ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনবৃদ্ধি, চালুর অপেক্ষায় থাকা পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা, ঈশ্বরদী, ঢাকার মধ্যে চালু করা খুবই জরুরি। একই সাথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও রাজস্ব আয় বৃদ্ধি কল্পে রাজশাহী থেকে রাতের বেলায় খুলনা গামী একটি এবং ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু করা, ঈশ্বরদী বাইপাস স্টেশনে বুড়িমারী, লালমনি, নীল সাগর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলির স্টাপেজ জরুরি হয়ে পড়েছে।

তিনি রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপথ ঈশ্বরদী ও নিকটস্থ জেলার মানুষের স্বার্থে এবং বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার মানবৃদ্ধি কল্পে দেশের চাহিদা মত ইঞ্জিন ও কোচ আমদানি করণ পূর্বক ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনবৃদ্ধি, রেভিনিউ ও জনসেবার মান বৃদ্ধি কল্পে চালুর অপেক্ষায় থাকা পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা, ঈশ্বরদী, ঢাকার মধ্যে চালু করা খুবই জরুরি। একই সাথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও রাজস্ব আয় বৃদ্ধি কল্পে রাজশাহী থেকে রাতের বেলায় খুলনা গামী একটি ট্রেন চালু করা জরুরি।

ঈশ্বরদী বাইপাস স্টেশনে বুড়িমারী, লালমনি, নীল সাগর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলির স্টাপেজ
জরুরি হয়ে পড়েছে। এছাড়াও আরও যে কাজগুলো রেলওয়ে ও জনস্বার্থে বাস্তবায়ন করা জরুরী সেগুলোর মধ্যে ঈশ্বরদীর দুঃখ বলে খ্যাত এবং ঈশ্বরদীকে দুইভাগে বিভক্তকারী রেলগেটে দীর্ঘক্ষণ যানজট সমস্যার বিকল্প সমাধান হিসেবে রেলওয়ে টানেল দিয়ে চলাচলের ব্যবস্থা চালু করণে টানেল নির্মাণ,ঈশ্বরদী লোকোসেডে টার্ণ টেবিল নির্মাণ, স্টেশনের ফুট ওভার ব্রীজে চলন্ত সিঁড়ি নির্মাণ বা লিফট স্থাপন,ঈশ্বরদী স্টেশনে এ্যাপ্রোচ এবং কারপার্কিং স্থাপন।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপি আইভুক্ত জাতীয় সম্পদ হার্ডিঞ্জ ব্রীজের ফেন্সিং নির্মাণ, ঈশ্বরদীর ঐতিহাসিক রেলওয়ে জংশন স্টেশনকে আধুনিকায়ন করা,ঈশ্বরদী থেকে পাকশী রাস্তা নির্মাণ,পাকশী কবরস্থান থেকে পাকশী রেলওয়ে অফিসে প্রবেশের রাস্তা মেরামত করা উল্লেখযোগ্য।

পরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর লেখা একটি স্মারকলিপি গণশুনানীর সভাপতি মীর লিয়াকত শরীফের নিকট হস্তান্তর করেন। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার ঈশ্বরদীসহ নিকটস্থ এলাকার জনস্বার্থে দেওয়া বক্তব্য ও স্মারক লিপি প্রদানের বিষয়টি নিয়ে উপস্থিত বিভিন্ন মহলের প্রতিনিধিরা ব্যাপক প্রশংসা
করেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট