
এফ এম বুরহান, খুলনা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা-৪ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে গণজোয়ার বাড়ছে। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করছেন।
২০ নভেম্বর বৃহস্পতিবার রূপসা বাস টার্মিনালে গণসংযোগকালে তিনি বলেন, “ইসলামী দল নির্বাচিত হলে জনগণের একটি টাকাও চুরি হবে না। আমরা সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চাই।” তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম থেকে মানুষ মুক্তি চায়। জনগণ এখন এমন নেতৃত্ব খুঁজছে যারা সত্যিকার অর্থে সেবা করতে চায়। এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ক্ষমতায় গেলে লুটপাট, দখলদারিত্ব বা স্বজনপ্রীতির রাজনীতি হবে না। জনগণের অধিকার জনগণের ঘরে পৌঁছে দেওয়াই হবে আমাদের প্রথম দায়িত্ব।” তিনি সকল মানুষকে মানবতার ভিত্তিতে, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা বলেন, অধ্যক্ষ ইউনুছ আহমাদের নেতৃত্বে খুলনা-৪ আসনে ইতিবাচক পরিবর্তন আসবে। তার সততা, নৈতিকতা এবং দীর্ঘদিনের দাওয়াতি ও সামাজিক কর্মকাণ্ড মানুষের মধ্যে গভীর আস্থা তৈরি করেছে। সাধারণ ভোটাররাও তার বক্তব্যে আশাবাদী ও অনুপ্রাণিত। এই গণসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল্লাহ ইমরান, শেখ মোঃ ইউসুফ আলী, মাওলানা হারুন অর রশিদ, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, আলহাজ্ব একরামুল হক, আলহাজ্ব আফজাল হোসেন, মাওলানা মাহফুজুর রহমান রফিক, ফরহাদ মোল্লা, শরিফুল ইসলাম, আঃ শুকুর, আরজান আলী মেম্বার, নাসিরুল্লাহ হোসাইন, রাতুল ইসলাম প্রমুখ।
গণসংযোগ ঘিরে রূপসা বাস টার্মিনাল এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, তরুণ ভোটারসহ সাধারণ মানুষ হাতপাখা প্রতীকের প্রচারণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রচারের স্লোগান, লিফলেট বিতরণ ও হাত পাখার ধ্বনি পুরো টার্মিনালজুড়ে নির্বাচনী আবহ সৃষ্টি করে।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ দিনের শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। এই ভালোবাসাকে আমি সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে চাই।”#