সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁয়ের উপপরিচালক তাহসিন মুনাবিল হক। সভায় জেলা জেলা উপজেলা পর্যায়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি তুলে ধরে পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবলাসহ সভাপতি সম্পাদকরা বক্তব্য দেন।
বক্তারা বক্তব্যে দিবসটি উদযাপনে সকাল ১০ টায় স্ব স্ব জেলায় জাতীয় সঙ্গীত পরিবেশনের জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন, মানববন্ধন বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দুদক সজেক কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবিল হক দিবসটি যথাযথভাবে ও জাজজকমপূর্ণ ভাবে দিবসটি উদযাপনে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। সভায় ঠাকুরগাও ও পঞ্চগড় জেলা ও আটটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি/ সম্পাদকরা উপস্থিত ছিলেন। #