# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন খাল বিলে পানি প্রবেশ করে। পানি বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।
গত কয়েকদিন থেকে উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে। রাস্তার উপর কোমর পানি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ওই এলাকায় পানি বৃদ্ধির ফলে বাহাদুরপুর, দমদত্তবাড়িয়া, হিঙ্গুলকান্দি, জগন্নাথপুরসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব গ্রামের লোকজন তাদের গবাদি পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। গো চারণভূমি ও উঁচু জায়গার অভাবে তারা তাদের এসব গবাদি পশু বাড়ির বাইরে বের করতে পারছেন না। ফলে অনেকেই পানির দামে গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এছাড়াও পানিবন্দি হয়ে পড়ায় এসব গ্রামের লোকজনের স্বাভাবিক জীবন থমকে গেছে। বাহাদুরপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক ও ফারুক হোসেন বলেন, আমাদের এই চার গ্রামের শতাধিক শিক্ষার্থী পতিসর ও সমসপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। গত কয়েক দিন যাবত পতিসর-সমসপাড়া পাকা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না। এ রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুস্ক মৌসুমে রাস্তাটি সংস্কার না করায় বন্যার পানিতে ডুবে যাওয়ায় এখন এটি মরণফাঁদে পরিণত হয়েছে। পানিবন্দি হয়ে আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি।
মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন দৈনিক সবুজনগর কে বলেন, আমার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানিবন্দি লোকজন খুব কষ্টে আছেন। নাগর নদীর পানির চাপেই ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে।#