1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বটিয়াঘাটা সুরখালী ইউনিয়নের সুখদাড়ায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে : নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে পাকা রাস্তা পানির নিচে, কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি আত্রাইয়ের বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার (DEO) শিবগঞ্জে শাপলা কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণ কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময়: বাগমারার গোবিন্দপাড়ায় গণসংযোগে ডাঃ আব্দুল বারী বন্যা: বাঘায় বন্যা দুর্গত এলাকায় বিএনপির মানবিক সহায়তা প্রদান, পানিতে তলিয়ে গেছে কৃষকের ফসল রাজশাহীতে আকস্মিক বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত দিশেহারা মানুষ ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার হত্যা মামলায় বিএনপির ১২৩ জন খালাস

আত্রাইয়ে পাকা রাস্তা পানির নিচে, কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন খাল বিলে পানি প্রবেশ করে। পানি বাড়তে থাকায় উপজেলার নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

গত কয়েকদিন থেকে উপজেলার পতিসর-সমসপাড়া পাকা রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে। রাস্তার উপর কোমর পানি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ওই এলাকায় পানি বৃদ্ধির ফলে বাহাদুরপুর, দমদত্তবাড়িয়া, হিঙ্গুলকান্দি, জগন্নাথপুরসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব গ্রামের লোকজন তাদের গবাদি পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। গো চারণভূমি ও উঁচু জায়গার অভাবে তারা তাদের এসব গবাদি পশু বাড়ির বাইরে বের করতে পারছেন না। ফলে অনেকেই পানির দামে গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এছাড়াও পানিবন্দি হয়ে পড়ায় এসব গ্রামের লোকজনের স্বাভাবিক জীবন থমকে গেছে। বাহাদুরপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক ও ফারুক হোসেন বলেন, আমাদের এই চার গ্রামের শতাধিক শিক্ষার্থী পতিসর ও সমসপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। গত কয়েক দিন যাবত পতিসর-সমসপাড়া পাকা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় তারা স্কুলে যেতে পারছে না। এ রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুস্ক মৌসুমে রাস্তাটি সংস্কার না করায় বন্যার পানিতে ডুবে যাওয়ায় এখন এটি মরণফাঁদে পরিণত হয়েছে। পানিবন্দি হয়ে আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি।

মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন দৈনিক সবুজনগর কে বলেন, আমার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানিবন্দি লোকজন খুব কষ্টে আছেন। নাগর নদীর পানির চাপেই ওই এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট