1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি ক্ষমতায় এলে পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ হবেঃ বেলাল ই বাকী ইদ্রিশী রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে উৎসবের আমেজ, শুরু হলো মনোনয়ন ফরম উত্তোলন বিনা সুদে ঋণ, বিনা মূল্যে শিক্ষা; শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার জামায়াতের ধোবাউড়ায় পারিবারিক কলহে স্বামী খুন, স্ত্রী রাজিয়া আটক   গোদাগাড়ীতে বিসিডিএস নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ২য় খেলা অনুষ্ঠিত রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি বিএনপির প্রেরণাঃ বাঘায় বিএনপি নেতা মামুন সারিয়াকান্দিতে জাসাসের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন

আত্রাইয়ে দেওয়ান মহসীন আলী সড়কের কাজ শেষ না হতেই ধস, চরম অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ আত্রাইয়ে কাজ শেষ না হতেই দেওয়ান মহসিন আলী সড়কে ধস। নওগাঁর আত্রাই উপজেলায় সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দেওয়ান মহসিন আলী সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সরজমিনে দেখা গেছে, ওই সড়কের  দুই  তিন জায়গা ধসে গেছে। ঐতিহ্যবাহি উঁচাগর ঈদগাহ মাঠের পূর্ব পাশে বড় পুকুর তার সাইড দিয়ে সড়কটি। সাইড দিয়ে মাটি না দেওয়ায় সামান্য বৃষ্টিপাতেই মাটি ধসে সড়কটি ধ্বসে গেছে। অল্প  সময় পুরো রাস্তাটি ধসে যেতে পারে বলে শঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে রোলার দিয়ে কম্পেকশন না করার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাটির ধার ভেঙে যাচ্ছে। এতে পথচারী ও যানবাহন চালকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়ক দিয়ে যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলী দপ্তরে অবহিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে মেরামতের সুপারিশ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত আছি। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস নয়, বরং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা মনে করেন, আত্রাইয়ের গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কটি মানসম্মত ভাবে পুনরায় নির্মাণের দাবি করছি।

অন্যদিকে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী অভিযোগ করে বলেন, রাস্তাটির নির্মাণকাজে চরম অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে জনগণকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।” রাস্তার অনিয়ম কাজে হতাশ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, রাস্তার কাজ শেষ হওয়ার আগেই এভাবে ধসে যাবে, সড়ক ভেঙে যাবে এটা কেমন কথা? নিশ্চয়ই এ কাজে যথেষ্ট ত্রুটি রয়েছে।

স্থানীয় অটোরিকশাচালক নজরুল ইসলাম  বলেন, ‘এতদিন আমরা অনেক কষ্ট করে যাত্রীদের নিয়ে গাড়ি চালিয়েছি। আশা ছিল সড়কটির কাজ সম্পন্ন হলে হয়তো আমাদের গাড়ি নিয়ে চলাচলের কষ্টটা লাঘব হবে।কিন্তু না কাজ শেষ হতে না হাতেই ধসে গেছে সড়কের কিছু অংশ।অল্প সময়ে মেরামত না করা হলে চলাচলের অযোগ্য হয়ে পড়বে সড়কটি।

এদিকে এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আব্দুল মতিন এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট