নওগাঁ প্রতিনিধিঃ-“ ছাত্র শিক্ষক কৃষক ভাই. ইঁদুর দমনে সহয়োগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিস্বাস।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম রব্বানী,উপ-সহকারী কৃষি অফিসার মোঃলিংকন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তৌহিদুল ইসলাম, মোঃ রমিরুল, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,সাংবাদিক রওশন আরা পারভীন শিলা প্রমূখ। ১০০ কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে অনুষ্ঠানে ইঁদুরের কারণে সম্পদ নষ্টের হিসাব ও প্রতিকারের উপায় এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত ২০ জন কৃষক-কৃষাণীর মাঝে খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৮ কেজি খেসারীর বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫কেজি এমওপি সার প্রণোদনা ম্বরুপ বিনামূল্যে বিতরন করা হয়।#