# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি……………………………………………….
যশোরের অভয়নগরে সাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও বর্তমান তৃনমুল বিএনপি নেতা লেঃ কর্নেল সাব্বির আহমেদ এর কান্ডে উপজেলাবাসী নাজেহাল। জানা গেছে, পবিত্র ঈদের ফিতর উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি, স্যালাইন বিতরণ করা হয়। রাজনীতির আড়ালে নেতা সাব্বির আহমেদ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, যে সব খাদ্য সামগ্রী বিতরণ করেন, সব খাদ্য সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ । সাধারণ মানুষ খেলে মৃত্যুও ঘটতে পারে। ফলে এহেন কর্মকান্ডে সাধারণ মানুষের মাঝে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
উপজেলার একাধিক মানুষ বলেন, রাজনৈতিক নেতা সাব্বির আহমেদ ওই সব মেয়াদ উত্তীর্ণ ঈদ সামগ্রী বিতরণ করে আমাদের হত্যা করতে চেয়েছে, আমরা ওই সব খাদ্য সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ দেখে ফেলে দিয়েছি। ঘটনাটি আড়াল করতে ওই রাজনৈতিক নেতা ঈদের নামাজের সময় মানুষের মাঝে ভুল স্বীকার করেছেন । সাব্বির আহমেদের বাড়ি চাকই বাজারের একাধিক ব্যক্তি নিশ্চিত করে জানান, তার এই মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিতরণ করা ঠিক হয়নি। ওই খাদ্য সামগ্রী তিনি কিনে দেননি, একজন এমপি তাকে দিয়েছেন এলাকার মানুষের মাঝে বিতরণ করার জন্য। কিন্তু খাদ্য সামগ্রী গুলো যে মেয়াদ উত্তীর্ণ তা তিনি জানেন না।
এবিষয়ে কর্নেল সাব্বির আহমেদ এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে যে আড়াই লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছি তাতে কোন সমস্যা ছিলোনা, কিন্তু সিম গ্রুপের মালিক জামালপুরের এমপি তিনি তার এলাকায় প্রায় দশ লাখ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, তাদের কোন সমস্যা হয়নি। তা ছাড়া সিম গ্রুপ একটি বড় কোম্পানি, তাদের ওইসব খাদ্য সামগ্রী বিভিন্ন দেশে পাঠানো হয়।
আমি এবিষয়ে ওই মালিকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন, যদি কেউ না খায় তবে ফেলে দিক, মাত্র ১০/১২ দিন মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সাব্বির আহমেদ আরো বলেন, আমি নিজেও খেয়েছি, সমস্যার কিছু পাইনি। আমাকে তিনি বললেন, তোমার এলাকায় গরীব মানুষ থাকলে তাদের কে খাদ্য সামগ্রী দিতে পারো, যে কারণে আমি এনে সকলের মাঝে বিতরণ করেছি, এতে কারো কোন সমস্যা হওয়ার কথা না।#