নাজিম হাসান :
পারিবারিক কলহের জেরে ধরে গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুপা রাণী দাস। তিনি তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড ক্ষিড়কিপাড়া মহল্লার শ্রী নয়ন দাসের স্ত্রী। অভিযুক্ত নয়ন দাস পেশায় একজন শ্রমিক। তিনি তাহেরপুর মাছ বাজারে অবস্থিত শিণ্পী চাউল ভান্ডারে দিনমজুরের কাজ করেন।
বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। তবে কিকারণে তাকে হত্যা করে সেলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখাছিল সেবিষয়ে পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। তবে নিহতের মা আশা রানী দাসসহ স্বজনদের অভিযোগ,এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নয়ন দাস। এতে বাধা দেওয়ায় গৃহবধূর রুপা রাণীকে নয়ন মাঝে-মধ্যেই মারপিট ও নির্যাতন করতেন। তবে নয়ন দাসের পরিবাররে লোকজন হত্যার অভিয়োগ অস্কীকার করেছেন।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সোহেইল জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এবং নিহতের মা আশা রানীর অভিযোগে লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাবে। এব্যাপারে থানায় ইউডি একটি মামলা দায়ের করা হয়েছে।#