1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন এনআইডি পরিষেবা নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে বাঘায় মানববন্ধন  রূপসায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অধ্যাপক নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন  সাংবাদিকদের উপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সিংড়া ওসি-ইউএনও প্রত্যাহারের দাবি রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা কুষ্টিয়ায় কাল থেকে লালন স্মরণোৎস শুরু : গাঁজা ও মাদক সেবন বন্ধ  কুষ্টিয়ায় অবৈধ ধান বীজ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা বদরগঞ্জে রমজান উপলক্ষে টিকার খাদ্যসামগ্রী বিতরণ চাটমোহরের হরিপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রতন  বহিস্কার 

প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে কাল সুইজারল্যান্ড যাচ্ছেন 

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: চিফ এডভাইজার গভ ফেসবুক পেইজ

৥সবুজনগর অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামীকাল চারদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন।

তিনি আগামীকাল সোমবার রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৫ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন।

আজ রোববার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সম্মেলনের যোগদানের পাশাপাশি সাইডলাইনে চারজন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তারা হলেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর মেয়ে শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকদুম, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টান লাগার্দে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড, মেটার গ্লোবাল এ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মিকল্যাড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে বৈঠক করবেন।

আজাদ মজুমদার বলেন, সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ হবে, সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। তিনি জানান, বাংলাদেশ প্রথমবারের মত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এ ধরনের সংলাপ আয়োজন করতে যাচ্ছে। আশা করি, এই সংলাপ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারিদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদর বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান এবং এদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যর প্রতি তাদের আস্থা বাড়ানোর চেষ্টা করা হবে।

তিনি বলেন, সম্মেলনে অধ্যাপক ইউনূস বিদেশি ব্যবসায়ীদের বলবেন, ‘আপনারা বাংলাদেশে আসুন এবং বিনিয়োগ করুন।’ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন করা হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য সহজ করা হচ্ছে সে বিষয়টি তিনি তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অধ্যাপক ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট