মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………………..
নওগাঁর আত্রাইয়ে ১ লাখ প্রায় ৪০ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ শুরু হয়েছে। সকাল ৯ টায় উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া ডিগ্রী কলেজে চার হাজার আট শত স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু করেন৷ হাজার হাজার জনগণ স্মার্ট এনআইডি কার্ড নিবার জন্য লাইনে দাঁড়িয়ে আছে৷
বান্দাইখাড়া, লগিপুড়,উত্তর বিল সহ সর্বমোট চার হাজার আটশতো জনগণকে স্মার্ট এনআইডি কার্ড দিবেন বলে জানান করত্যব্যরতো অফিসার মোঃ গোলাম রাব্বানী৷ তিনি বলেন স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে।ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড দেওয়া হবে। যদি কাহারো পূর্বে গ্রহণ করা কার্ড হারিয়ে যায় তাহলে ট্রেজারী চালান বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩৪৫ টাকা জমা দিয়ে কার্ড গ্রহণ করতে হবে।#