বাগমারা প্রতিনিধি……………………………………………
রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগের বিবাহ বিচ্ছেদের ঘটনা বর্তমানে ইউনিয়ন জুরে সমগ্র আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এক নারী সদস্যের সঙ্গে পরকীয়ার জের ধরে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় চেয়ারম্যান সোহাগের। চার বছরের এক মেয়ে সন্তান রয়েছে তাদের।
জানা গেছে, উপজেলার যোগিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ নির্বাচিত হবার পর এক নারী ইউপি সদস্যের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি সোহাগের স্ত্রী জানতে পেরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। পরকীয়ার বিষয়টি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ইউনিয়নবাসীর মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এধরণের কাজের ধিক্কার জানিয়েছেন সচেতন মহল। বিবাহ বিচ্ছেদের ঘটনার সত্যতা স্বীকার করে নিকাহ রেজিস্টার আব্দুর রউফ জানান, উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে।#